Tollywood
Sean Banerjee: বিদেশ বিভূঁইয়ে একা একা ঘুরে বেড়াচ্ছেন শন! কাটছে না হ্যাংওভার! ফিরেই শুরু কাজ?

মন ফাগুন ধারাবাহিকের পর এখনো ও কোনো ধারাবাহিকে শন কে দেখা যায় নি ,এবং এখনো শোনায় যায় নি তার কোনো ধারাবাহিক আসছে কিনা ।
মনফাগুনের আগে শন কে স্টার জলসার ই আরো দুটি সিরিয়াল এ দেখা গেছে ।এখানে আকাশ নীল ,এবং আমি সিরাজের বেগম ধারাবাহিকে ।
মন ফাগুন ধারাবাহিকের পর সে ছুটি কাটাতে লন্ডন যায় ।শন সোশ্যাল মিডিয়াতে বেশ এক্টিভ ,সমস্ত ছবি সে আপলোড করে ।লন্ডনে ঘুরতে যাওয়ার বিভিন্ন ছবি সে আপলোড করে।
লন্ডন থেকে ফিরে আসার পথে একটা ছবি সে আপলোড করেছে এবং লিখেছে বিদায় ও যতদিন না পর্যন্ত তার সাথে দেখা হচ্ছে ততদিন সে মাথায় রাখবে
