মোহর শেষ! হাতে এখন একমাস কোনো কাজ নেই, এবার কী করবেন প্রতীক সেন?

‘মোহর’-এর শঙ্খ কম সময়ে অভিনয় জগতে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছেন। এবার জানা গেল শীঘ্রই শেষ হতে চলেছে ধারাবাহিক মোহর। তবে দর্শকের মনে চিরদিন থেকে যাবেন শঙ্খ। মোহর’ শেষ হয়েছে।

শেষ হয়েছে শঙ্খর যাত্রাও। প্রতীকের ‘জিয়া নস্ট্যাল’ হয়েছে। তিনি মিস করছেন শঙ্খকে। কিন্তু অভিনেতার জীবন তো থেমে থাকে না। এবার কী করবেন শঙ্খ ওরফে প্রতীক সেন?

এক সংবাদমাধ্যমকে প্রতীক জানিয়েছেন এই মুহূর্তে হাতে কোনো কাজ নেই। হাতে ১ মাস সময় আছে। কিছু ব্যক্তিগত কাজও আছে। সেগুলো করতে হবে এখন নায়ককে। এই এক মাস পরিবারের সঙ্গে সময় কাটানোর প্ল্যান রয়েছে নায়কের।

একমাস পর ফের পুরোদমে শুটিং ফ্লোরেই আবার দেখা যাবে প্রতীককে। অন্যদিকে নতুন কিছু শুরু করছেন কিনা এ বিষয়ে তিনি জানালেন এই বিষয়টা তিনি সারপ্রাইজ রাখতে চাইছেন।

এদিকে মোহর ধারাবাহিকের মুখ্য চরিত্র সোনামণি সাহা মাত্র ১০ দিনের ব্রেক নিয়েছেন শুটিং শেষের পর। হাতে বেশ কয়েকটা কাজ রয়েছে নায়িকার। তবে এখন অবধি নাকি কিছু চূড়ান্ত হয়নি। তবে তার আগে তিনি মাত্র ১০ দিনের ব্রেক চাইছেন। স্টার জলসার সঙ্গে কন্ট্র্যাক্টে রয়েছেন এখন তিনি। অন্যান্য চ্যানেল থেকেও প্রস্তাব আসছে।

Related Articles

Back to top button