অভিষেকের মৃত্যুর পর থেকেই ক্ষুব্ধ নেট দুনিয়া! নজর ঘোরাতে বিমান বিতর্ক নিয়ে এলেও ব্যর্থ ঋতুপর্ণা, আবার হলেন কটাক্ষের শিকার

বোর্ডিং টাইমের থেকে কিছুটা দেরিতে এয়ারপোর্টে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাই সামনে বিমান দাঁড়িয়ে থাকলেও তাতে চড়তে দেওয়া হয়নি নায়িকাকে।

বারবার অনুরোধ করা সত্ত্বেও নায়িকা পৌঁছাতে পারেননি গন্তব্যস্থলে। এরপর এই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দেন ওই প্রথম সারির বিমান সংস্থার প্রতি। সেই পোস্টে নায়িকা ট্যাগ করেন ইন্ডিগোকে। কিন্তু এতে আবার কটাক্ষে শিকার হয়েছেন নায়িকা নিজেই।

গুটিকয়েক মানুষ কথা বলেছে ঋতুপর্ণার পক্ষে। তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারিদের বেশিরভাগেরই দাবি সময় থেকে দেরিতে পৌঁছালে এমনটা হওয়াটা স্বাভাবিক। তাই মূলত সাধারণ মানুষের রোষানলে পড়তে হয়েছে নায়িকাকে।

সকলেই একই প্রশ্ন করেছে যে শুধুমাত্র সেলিব্রিটি বলেই কি নিয়ম পাল্টে দেওয়া হবে? তাই বেশিরভাগেরই দাবি নায়িকা বোকা বোকা রাগ দেখাচ্ছেন। পাশাপাশি আবার ব্যক্তিগত আক্রমণও করা হয়েছে নায়িকাকে। এরপরে আবার সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট করলেন ঋতুপর্ণা।

যে নতুন পোষ্ট নায়িকা করেছেন তাতে দেখা যাচ্ছে ইন্ডিগো কাস্টমার সার্ভিস টিমের পক্ষ থেকে নায়িকার কাছে ক্ষমা চাওয়া হয়েছে। তাঁরা নায়িকার সাথে ফোনে কথা বলতে চান এবং কী অভিযোগ রয়েছে তা শুনতে চান।

তাঁদের বক্তব্য নায়িকাকে ফোনে পাওয়া যাচ্ছে না। ঋতুপর্ণা এই পোস্ট শেয়ার করেন। তিনি লিখেছেন তিনিই লড়াই সকলের জন্য করেছেন যাতে কাউকে এই সমস্যার মুখোমুখি না হতে হয়। তিনি এও লেখেন যে তাঁকে নিয়ে অনেকেই ট্রোল করছে। কিন্তু তাকে তিনি পরোয়া করেন না। ফ্লাইট উড়ে যাওয়ার ২৫ মিনিট আগে গেট বন্ধ করে দেওয়া উচিত নয় এটাই দাবি নায়িকার। তবে এর পরেও অনেকেই নায়িকার মতামতকে সমর্থন করেনি।

সবাই বলছে এটা পাবলিসিটি স্টান্ট। কেউ কেউ বলছে প্রসেনজিতের কথাও। একজন সুইগি নিয়ে মমতা-মোদিকে ট্যাগ করে লেখে। আরেকজন নিজের ভুল স্বীকার না করে অন্যকে ক্ষমা চাইতে বাধ্য করে। আবার কেউ লিখেছে বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ের কথা মনে পড়ছে ঋতুপর্ণাকে দেখে।

Back to top button