মদ খেয়ে মাতাল হয়ে ভরা রাস্তায় গাড়ি চালানোর দায়ে এবার গ্রেফতার টলি নায়ক রাজদীপ গুপ্ত!

মদ্যপান করে গাড়ি চালানোর বিরুদ্ধে এখন কড়া মনোভাব নিয়েছে পুলিস। এবার সেই নিরিখে ধরা পড়লেন টলি নায়ক রাজদীপ গুপ্ত। আর নায়ক গ্রেফতার হতে এ খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এমনকি এক রাত জেলে কাটাতে হয়েছে রাজদীপকে। শনিবার সকালে জেল থেকে ছাড়া পান নায়ক।

সূত্রের খবর থেকে জানা গেছে যে শুক্রবার রাত্রিবেলা কয়েকজন বন্ধু মিলে ঘরোয়া পার্টিতে মেতেছিলেন তাঁরা। আর তাঁরা সকলেই নায়কের ইন্ডাস্ট্রির বন্ধু ছিলেন। সে সময়ে ম’দ্যপান করেন তাঁরা। কিন্তু রাতেরবেলা গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় পুলিশ তাঁদের রাস্তা আটকায়। এরপরেই সত্যি বেরিয়ে আসে। ম’দ্যপান করা অবস্থায় গাড়ি চালানোর অপরাধে পুলিশ সঙ্গে সঙ্গে নায়ক ও তাঁর বন্ধুদের নিয়ে যায় যাদবপুর থানায়। একরাত হাজতবাসের পর মুক্তি পান নায়ক।

ছোটপর্দা থেকে যাত্রা শুরু করেন রাজদীপ। তারপর এখন ওয়েব সিরিজে ক্রমাগত অভিনয় করে চলেছেন তিনি।

 

Back to top button