Tollywood

আহিরের ছোঁড়া ‘উড়ন্ত’ মালা গলায় পড়ে বিয়ে হয়ে গেল পিলুর!’আজগুবি গল্পে রেকর্ড করলো পিলু’ হেসে গড়াগড়ি খাচ্ছে নেটিজেনরা

প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলেই বিনোদন খুঁজতে বাঙালি বসে পড়ে টিভির সামনে। স্টার জলসা জি বাংলায় একাধিক সিরিয়াল দেখে মন ভরান মা কাকিমারা। কিন্তু এক একসময় সিরিয়ালে গল্পের গরু এমন গাছে ওঠে যা দেখে হাসিতে ফেটে পড়তে বাধ্য হয় মানুষ। এই যেমন এবার সেটা হল পিলু সিরিয়ালে।

এমনিতেই বাংলার বিভিন্ন সিরিয়ালের নায়িকাদের সঙ্গে নায়কের বিয়ে হয় উড়ন্ত সিঁদুর মাথায় এসে পড়ে। খড়ির বিয়ে হয়েছে উড়ন্ত সিঁদুরে, পূর্ণার বিয়ে হয়েছে উড়ন্ত সিঁদুরে তবে এবার জী বাংলা এক ধাপ এগিয়ে গেল এই ক্ষেত্রে। এবার প্রসঙ্গে আহির এর বিয়ে হয়ে গেল একটা উড়ন্ত মালা দিয়ে। যা দেখে নেটিজেনরা প্রশ্ন তুলছেন বিয়েটা কি একটা ছেলে খেলা নাকি?

সম্প্রতি চ্যানেলের তরফে পিলুর একটি প্রোমো সামনে এসেছে।সেখানেই দেখা যাচ্ছে বাড়ি থেকে অভিমান করে যাওয়া পিলু কে খুঁজে নিয়ে আসতে বলা হয়েছে ওস্তাদজী আহিরকে। আহির পিলুর গ্রামে চলে যায় পিলুকে খুঁজতে। তখন সেখানে চলছে গ্রাম বাংলার প্রাচীন এক উৎসব টুসু পরব। সেখানেই তিনি সবার গলায় মালা পরাচ্ছিল। সে খেয়াল না করেই ওস্তাদজীর গলায় মালা পরিয়ে দেয়। এরপর আহির পাল্টা সেই মালা খুলে ছুঁড়ে দিলে তা গলায় এসে পড়ে পিলুর। উপস্থিত একজন বলেন যে বিয়ে হয়ে গেল পিলুর।

লু তখন হনুমানজির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তার বিয়ে হয়েছে কিনা সত্যিই সংকেত দিতে। তারপর সে মাথা ঠুকে প্রণাম করে উঠতেই দেখা যায় যে সিঁথিতে লেগে গেছে কমলা রঙের সিঁদুর। তাই সত্যিই আহির এবং পিলুর বিয়ে হয়ে গেছে বলে সিরিয়ালে দেখানো হবে। আগামী ২রা,৩রা,৪ঠা ফেব্রুয়ারি দেখানো হবে এই বিশেষ পর্ব।

আর এই প্রোমো দেখেই হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা। এক জন কমেন্ট করেছেন যে জি বাংলায় কি বিয়ে দেওয়া এভাবেই দেখানো হয় নাকি? আবার একজন লিখেছেন যে বিয়ে নিয়ে ভাবে ছেলে খেলা না করলেই নয়? সব মিলিয়ে নেটিজেনরা বলছেন যে সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠা শুরু হয়ে গেছে তাই ভবিষ্যতে কী হবে সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button