বর্তমানে বাংলা বিনোদন জগতে সবচেয়ে বেশি চর্চিত অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)। বর্তমানে বিনোদন জগতের অনেকেই বলেছেন তিনিই ইন্ডাস্ট্রির আগামী ভবিষ্যত। টলিউডের তুরুপের তাস। একটা ধারাবাহিক আর তাতেই সমস্ত হিসেব বদলে দিয়েছেন অভিনেত্রী সৌমতৃষা কুন্ডু। মিঠাই ধারাবাহিকটি তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে। প্রথম ছবিতেই দেবের সঙ্গে কাজ করার সুযোগ কয়জন পায় বলুন তো।
যদিও শুধু যে সাফল্যই পেয়েছেন তা কিন্তু নয়, জুটেছে দেদার নিন্দে মন্দও। এসবের মাঝেই এবার চাঁচাছোলা সৌমীতৃষা। দিয়ে বসলেন হুমকি। আর কোন ভয়ডর নয়, খোল্লামখুল্লাই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর তিনি সহ্য করবেন না স্পষ্টই জানালেন মিঠাইরানী। কিন্তু কাদের উদ্দেশ্যেই এই ধরনের পোস্ট করলেন নায়িকা? কাদের হুমকি দিলেন অভিনেত্রী? অভিনেত্রীর পোস্ট নিয়ে ইতিমধ্যেই পড়ে গেছে তুমুল শোরগোল।
কেন মেজাজ হারালেন সৌমীতৃষা কুন্ডু?
আসলে যেদিন থেকে আদৃত কৌশাম্বীর বিয়ে হয়েছে সেদিন থেকেই ‘সফ্ট’ টার্গেট হয়ে উঠেছিলেন তিনি। নানান ধরনের কটাক্ষ, নানান মন্তব্য এমনকি রোস্টিংয়ের শিকারও হয়েছেন তিনি। আর এবার সেইসব রোস্টারদের উদ্দেশ্যেই এই প্রকারের বার্তা দিলেন অভিনেত্রী সৌমীতৃষা। কোন রাগটাগ না রেখেই সবাইকে স্পষ্টভাবে জবাব দিয়েছেন মিঠাইরানী। হুমকির সুরে অভিনেত্রী বললেন আমি যদি একটা রোস্ট করা শুরু করি তবে কোন গালাগাল না দিয়েই কাদিয়ে দেব।”
সৌমীতৃষা কুন্ডুর কথা শুনে কি বললেন নেটিজেনরা
চুলবুলি স্বভাবের সৌমীতৃষা যে এরকম রেগে যেতে পারে তা কেই বা জানত। অভিনেত্রীর মন্তব্যকে সমর্থন করে একাধিক নেটিজেনরা বলেছেন ‘সৌমী যা বলছেন ঠিকই বলেছেন। মানুষ বাইরে থেকে ট্রোল করতে পারেন কিন্তু ভিতরে যা চলছে তার খবর রাখে কয়জন?’ যদিও অভিনেত্রী সৌমীতৃষা সচরাচর এইসমস্ত বিষয়গুলোকে পাত্তা দেননা। নিজের কাজ নিয়েই থাকতে ভালোবাসেন অভিনেত্রী। অভিনেত্রী বরাবর বলেছেন গল্প তাকে বরাবর টানে। তিনি এইসমস্ত কাজ করতে চান যেখানে অভিনয় দেখানোর সুযোগ রয়েছে।
আরও পড়ুন: “ছাপ্পা মার্কা ভিলেন হয়ে গেছি!” বর্তমান বাংলা সিরিয়ালের কোনও কোয়ালিটি নেই! অকপট বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখার্জী
তবে অভিনেত্রী কথাটা খুব একটা ভুল নয়। শোনা যায় মিঠাই চলাকালীনই সিনেমার অফার পেয়েছিলেন তিনি। কিন্তু তখন তিনি মন প্রাণ দিয়ে খালি ধারাবাহিকটাই করতে চেয়েছিলেন। আবার এখন যেমন বড়পর্দায় কাজ করছেন এখন সেখানেই মন দিতে চান অভিনেত্রী। সৌমীতৃষা যখন যে কাজটা করেন তখন সেখানেই তার সম্পূর্ণ মন দিতে পছন্দ করেন অভিনেত্রী। তবে তারই মাঝে এমন কথা শুনে মেজাজ হারান সৌমীতৃষা। তবে তিনি যে ছেড়ে দেওয়ার পাত্রী নন, সবার সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি।
View this post on Instagram
“আমি এতদিন যা বলেছি ঠিক বলেছি…কোনও আক্ষেপ নেই, আবারও বলব!” “আজকাল কেউ কু’কুরকে “কু’কুর” বললেও লোকে তেড়ে আসে!”— দীর্ঘদিনের বিতর্ক নিয়ে অকপট মমতা শঙ্কর! সমালোচনার জবাবে মুখ খুলতেই ফের জড়ালেন নয়া বিতর্কে!