টিআরপি কমেছে তাই বন্ধ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল!তার জায়গা নিলো উড়ন তুবড়ি, জানুন টাইম স্লট

বাংলা ধারাবাহিক একের পর এক নতুন ধারাবাহিক আসছে এবং পুরনো ধারাবাহিকের জায়গা করে নিচ্ছে। নতুনের আগমনে অনেক পুরনো ধারাবাহিকে সরে যেতে হচ্ছে অথবা সময় বদলে ফেলতে হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষকে। এবার এই যাঁতাকলে পড়ল ধারাবাহিক অপরাজিতা অপু। জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক উড়ন তুবড়ি। এমনকি তার সম্প্রচারিত হওয়ার সময়ও এলো সামনে।

এ সময় চ্যানেল কর্তৃপক্ষ এক নতুন নীতি স্মরণ করছে টিআরপি কমে যাওয়া ধারাবাহিকগুলিকে বন্ধ করছে আর তা না হলে পাল্টে ফেলেছে তাদের সময়।

কিছুদিন আগেই উড়ন তুবড়ি ধারাবাহিকের একটি প্রোমো সামনে আসে। চপ শিল্প নিয়ে বানানো হয়েছে গল্প। তাই কটাক্ষ হলেও খানিক আলোচনায় উঠে আসে এই ধারাবাহিকটি। এ ধারাবাহিকে বহুদিন পর দেখা যাবে অভিনেত্রী লাবনী সরকারকে।

Uron Tubri 9

উড়ন তুবড়ি দেখা যাবে আগামী ২৮ শে মার্চ থেকে। সন্ধে ছটায় সম্প্রচারিত হবে এটি। তবে আগে চলতে থাকা ধারাবাহিক অপরাজিতা অপুর কী হবে এই প্রশ্নও উঠছে।

সন্ধ্যে ছটা থেকে সেই ধারাবাহিকটি এখন অবধি সম্প্রচারিত হত। তবে নতুন ধারাবাহিকের সম্প্রচারের সময় সন্ধ্যা ছটা রাখা হয়েছে। তাহলে কি বন্ধ হয়ে যাবে অপরিচিত অপু? নাকি আবার পাল্টে দেওয়া হবে তার সময়? এ প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি কারণ চ্যানেল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলেনি।

তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই জানানো হবে এর ফলাফল। কিছুদিন ধরে অপরাজিত উবু ধারাবাহিকের জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। তাই টিআরপিতে অনেক নিচে নেমে এসেছে ধারাবাহিক।

tubri 1646834427

Back to top button