Khukumoni: পেঁপে দিয়ে চেপে নয়, ঝোলাগুড় আর রুটি দিয়েই ফুলশয্যা করবে খুকুমণি-বিহান! সঙ্গে দেবে ধোলাই,নয়া ভিডিও ভাইরাল

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো খুকুমণি হোম ডেলিভারি। মাত্র কয়েকদিন আগে শুরু হয়েছে এই নতুন সিরিয়াল,তারপরেই টিআরপি রেটিংয়ে ভালো স্থান দখল করে রেখেছে খুকুমণি। ভোজনরসিক বাঙালির জন্য রান্নাবান্নায় ভরপুর এই সিরিয়াল দর্শকদের বেশ ভালোই লাগছে।

খুকুমণি নিজের হাতে রান্না করে লোকের বাড়ি বাড়ি হোম ডেলিভারি করে, তাতে যা টাকা উপার্জন হয় সেই দিয়ে চলে খুকুমণির সংসার। খাবার ডেলিভারি করতে গিয়েই রাজপুত্তুর বিহানের সঙ্গে দেখা হয় খুকুমণির। বড়লোক বাড়ির ছেলে হলেও বিহান মানসিকভাবে ভারসাম্যহীন। খাওয়া-দাওয়া করতে চায়না সে অন্যদিকে খুকুমণি তাকে বুঝিয়ে সুঝিয়ে খাবার খাওয়ায়। সেই থেকে দুজনের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়।

এদিকে সম্পত্তির লোভে বিহানের সঙ্গে বিয়ে ঠিক হয় একটি অন্য মেয়ের। কিন্তু বিহান এটা একেবারেই চায়নি। খুকুমণি তাকে বলে বিয়ে হয়ে গেলে সে আর খাওয়াতে আসবেনা। বিহান যাকে সিঁদুর পরাবে সেইই তাকে খাওয়াবে। এই কথা শুনে বিহান খুকুমণির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। বাড়ির লোক তো দূরের কথা প্রথমে খুকুমণি নিজেই এই বিয়ে মানতে চায়নি। কিন্তু বিহানের উপর অত্যাচার হবে এটা তো সে মানতে পারবে না তাই সে এই বিয়েটা মেনে নিয়েছে।

এবার স্টার জলসার নতুন প্রোমোতে দেখা যাচ্ছে বিহান এবং খুকুমণির ফুলশয্যার দৃশ্য। ফুলশয্যা হবে বলে বেজায় খুশি বিহান কিন্তু তার ভাই তাকে এসে শারীরিকভাবে হেনস্থা করে। সেই সময়ে বিহানের জন্য খাবার নিয়ে ঢুকছিল খুকুমণি।গোটা ঘটনাটি দেখতে পেয়েছে সে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায় এবং তার ভাইকে ধাক্কা মেরে ফেলে দেয়।তারপর নিয়ে আসা রুটি ভাইয়ের মুখে ঠুসে দিয়ে খুকুমণি বলে ‘ গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা, খুকুমণির রান্না চেটে পুটে খা’। স্বাভাবিকভাবেই এই প্রোমো ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গেছে। খুকুমণিকে অন্যায়ের প্রতিবাদ করতে থাকে সাধারণ মানুষ বেশ আনন্দ পেয়েছেন।

Back to top button