Tollywood

কৌশিক সেনের নতুন নায়িকা তাঁর হাঁটুর বয়সী! চিনে নিন অভিনেত্রী সোমু সরকারকে

গতকালকেই স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিক ‘গোধূলী আলাপ’ – এর প্রোমো সামনে আসে। অসম বয়সের প্রেম নিয়ে তৈরি এর গল্প। তাই স্বাভাবিকভবেই এর গল্প নিয়ে দর্শকের মনে উৎসাহ যথেষ্ট বেশি। এদিকে এর মাধ্যমেই দীর্ঘদিন পর ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা কৌশিক সেনকে। তার আগে এই ধারাবাহিকে বাবুল সুপ্রিয় অভিনয় করবেন এমনটাই শোনা গিয়েছিল।

অভিনেতা কৌশিক সেনের বিপরীতে দেখা যাবে একদম নতুন এক মুখ। ধারাবাহিকে অভিনয় করবেন দক্ষিণ দিনাজপুরের মেয়ে সোমু সরকার। তাঁর মুখ সামনে আসতেই দর্শক শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। এর আগে আকাশ আট চ্যানেলের ‘ইকির-মিকির’-এ সেকেন্ড লিডে অভিনয় করেছেন তিনি। আর এবার একদম মুখ্য চরিত্রে। ‘গোধূলি আলাপ’ এ অডিশানের সুযোগ আসে আর সেখান থেকেই রাজ চক্রবর্তী আনেন সোমুকে।

মালদায় সাংবাদিকতায় স্নাতক শেষ হওয়ার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন সোমু। কৌশিকের অন্ধ ভক্ত তিনি। আর এবার পর্দায় তিনি দেখা দিতে চলেছেন নোলক রূপে।

Related Articles

Back to top button