Tollywood

চান দক্ষিণী ছবিতে আল্লু অর্জুনের নায়িকা হতে, দিদি নম্বর ১-এ এসে নেচে মাত করল উমা’র নন্দনা!

দিদি নাম্বার ১- এ প্রায়ই সেলেবদের ডাকা হয়। সেখানে তাঁরা পরিচিত ধারা থেকে একেবারে অন্য রূপে ধরা দেন। এবার আবার অনুষ্ঠানে এলো ‘উমা’ ধারাবাহিকের কলা-কুশলীরা। সেখানেই মায়ের সাথে গেম খেলতে এলো নন্দনা অর্থাৎ স্মৃতি সিং। সেখানে একেবারে অন্যভাবে দেখা গেলো তাকে। সেই সূত্রেই দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র জনপ্রিয় গানে নেচে দেখাল সে সকলকে। সেখানেই এসে মেয়ের এক ইচ্ছের কথা জানিয়ে দিলেন মা। কী সেই ইচ্ছে?

স্মৃতির মা রচনা ব্যানার্জীর সামনেই জানিয়ে দিলেন যে মেয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় এবার। শুধু তাই নয়, এই স্বপ্নকে সত্যি করতে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছে স্মৃতি। আর এটার এক অন্যতম বড় কারণ হচ্ছে নাগার্জুন ও আল্লু আর্জুনকে নাকি ভীষণ পছন্দ তার। স্মৃতি জানায় যে বাংলা ভাষায় কাজ করার পর এবার অন্য ধারায় সে কাজ করতে চায়। তাই এই বছরের মধ্যেই সে তেলেগু আর মারাঠি ভাষা শিখে নেওয়ার চেষ্টা করছে। আর সে স্বভাবজাত খুবই হাসিখুশি। শুটিংয়ের সেটে সে খুব রিল করে। তাই তাকে সবাই রিলস পাগলি’ বলে ডেকে থাকে। মেকআপ নিয়েই সে চলে যায় রিলস বানাতে। এদিকে আল্লু অর্জুনের প্রসঙ্গ উঠতেই রচনা জানায় যে তার ছেলেও এখন আবার মেতেছে পুষ্পার গানে।

পুষ্পা: দ্যা রাইজ’ ছবির অন্যতম জনপ্রিয় গান হলো ‘সামি সামি’। সেই গানের সঙ্গে নাচল স্মৃতি। স্পষ্ট যে নাচের দক্ষতা রয়েছে তার। এটা সত্যিই প্রশংসনীয়। রচনা ব্যানার্জীও খুব তারিফ করলো স্মৃতির। অভিনয় জগতের এই ক্ষুদে সদস্যও দক্ষিণী নায়িকা রশ্মিকাকে যেভাবে নকল করল তাতে অবাক সবাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button