Tollywood

অভিনয়, নাচের পর এবার গায়িকা অভিনেত্রী মনামী ঘোষের আগমন, প্রকাশ হল তার গাওয়া গান! ‘টোটাল প্যাকেজ’ নিয়ে আসছি,তৈরী থাকুন’, বললেন ইরাবতী

ভিটামিন এ, বি, সি, ডি কথা আমরা সবাই জানি। কিন্তু বাজারে আসছে নতুন ভিটামিন ‘এম।’ ব্যাপারটা কী? অভিনেত্রী মনামী ঘোষ বাজারে আনছেন এই নতুন ভিটামিন। আসলে এটি একটি মিউজিক অ্যালবাম। ভিটামিন এম পেলেই নাকি সারবে মন খারাপ। এই দাওয়াই চাই বলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় অর্থাৎ পিউ’-এর ‘পলাশ।’

নতুন মিউজিক অ্যালবাম নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী। মনামী জানিয়েছেন, ‘অনেকদিনের ইচ্ছে ছিল সেখান থেকেই এই মিউজিক অ্যালবাম।’ সাংবাদিক প্রশ্ন করেন ‘ভিটামিন এম’ কেন রাখলেন, উত্তরে তিনি জানিয়েছেন ‘ এম মানে অনেক কিছুই হয়। এম মানে মনামী। এম মানে মিউজিক বা গান। এম মানে মন-ও। মনামীও সুযোগ পেলে গুনগুনিয়ে ওঠে। এ ভাবেই ‘ভিটামিন এম’ নাম ঠিক হ’ল’ ।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, ‘গীতিকার, সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায় শুনে প্রশংসা করেছেন এবং শিবু দাকে (পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়) নাচের এক টুকরো ভিডিও পাঠিয়েছিলাম ভালো লেগেছে’।

সাংবাদিক মনামীকে প্রশ্ন করেন, ‘গানের জগতের তারকারা তাহলে তো আপনার প্রতিযোগী হয়ে গেলো’ , এই উত্তরে তিনি জানিয়েছেন ‘মনামী ঘোষ বিনোদনের টোট্যাল প্যাকেজ হয়ে ফিরছেন। যাঁর মধ্যে নাচ-গান-অভিনয়— সব কিছুর সহাবস্থান। পারর্ফমার হতে চেয়েছি। সেটাই হওয়ার চেষ্টা করছি। কারও সঙ্গে কোনও প্রতিযোগিতা নেই। আমায় তাই ভয় পাওয়ারও কোনও কারণ নেই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button