Monalisa: সাগর পাড়ে ঝড় তুললেন ঝুমা বৌদি! তার হট পোজ দেখে নাকাল ঠাকুরপোরা

ঠাকুরপোদের বুকে ঝড় তুলতে তিনি সিদ্ধহস্ত। তিনি হলেন সকলের প্রিয় ঝুমা বৌদি যার শরীরী হিল্লোলে মাত গোটা বাংলার ঠাকুরপোরা। সোশ্যাল মিডিয়ায় তিনি এমন উত্তেজক পোস্ট করেন যা দেখে রাতের ঘুম উড়ে যায় তামাম পুরুষকুলের। তিনিও ছলা-কলা বলা ভালোই জানেন তাইতো ঠাকুরপো-দের মন জয় করতে সোশ্যাল মিডিয়ায় হরেক রকম পোস্ট দেন মোনালিসা।

আর এবার নতুন ছবি দিয়েছেন তার ইনস্টাগ্রাম প্রোফাইল এ যেখানে তার উত্তেজক ভঙ্গি দেখে ঘাম ঝরছে পুরুষদের। সমুদ্রের ধারে একদম অন্যরকম ভঙ্গি করে বসে আছেন মোনালিসা, পরনে সাদা ফ্লোরাল টপ এবং ছোট স্কার্ট, মাথায় পরা হ্যাট।

তার এই ছবি দেখে স্বাভাবিকভাবেই কমেন্ট বক্সে বইছে প্রশংসার বন্যা। সকলেই বলছেন দুর্দান্ত হট লাগছে মোনালিসা কে। মুহূর্তের মধ্যেই এই ছবি ভাইরাল হয়ে গেছে তার।

Back to top button