Tollywood

সাত পাকে বাঁধা পড়লেন ‘মন ফাগুন’- এর দেবজিত সরকার! পাত্রীও টলিপাড়ার

টলিপাড়ায় যেন বিয়ের মরসুম চলছে। নতুন বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছেন সুদীপ-অনিন্দিতা। তারপর আবার গাঁটছড়া বাঁধলেন কৌশিক-দীপ্সিতা, মৈনাক-ঐশ্বর্য, অলকানন্দা-মনোজিতরা। এবার আবার টলিপাড়ার দুই নায়ক-নায়িকা সংসার শুরু করলেন। স্টার জলসার দুই পরিচিত মুখ তাঁরা।

বিয়ের পর্ব সারলেন ‘মন ফাগুন’ খ্যাত দেবজিত সরকার। সিরিয়ালে ‘খোতন’ চরিত্রে অভিনয় করছেন তিনি। দেবজিতের স্ত্রী ঐন্দ্রিলা ঘোষও নিয়মিত ধারাবাহিকে কাজ করে চলেছেন। সাঁঝের বাতির সেটেই শুরু হয়েছিল ঐন্দ্রিলা-দেবজিতের প্রেম।

অবশেষে সেই ভালোবাসা পেলো পরিণতি। একেবারে খাঁটি হিন্দু রীতি মেনে হলো বিয়ে। দেবজিত-ঐন্দ্রিলার বিয়ের নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাশাপাশি নেটিজেনরা এই নববিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ভবিষ্যতের জন্য।

মন ফাগুন ধারাবাহিকে বর্তমানে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন দেবজিত। মন ফাগুনের পাশাপাশি ‘সাঁঝের বাতি’, ‘ফিরকি’-র মতো ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গেছে দেবজিতকে। বিয়ের এই ছবিগুলি খুবই সুন্দর।

Related Articles

Back to top button