TRP: এবার মিঠাইকে কড়া টক্কর দিল লক্ষ্মী কাকিমা, প্রথম পাঁচে নেই মনফাগুন! টিআরপি তালিকায় বড়সড় রদবদল

না,ফের হেরে গেল মিঠাই রানী। কিছুতেই নিজের হারানোর শীর্ষস্থানটি দখল করতে পারছেনা মিঠাই। চলতি সপ্তাহের টিআরপি রেটিংয়েও মিঠাই কে হারিয়ে শীর্ষস্থান দখল করে রাখল গাঁটছড়া। সবথেকে বড় কথা চলতি সপ্তাহে মিঠাই এর নম্বর কমলো এবং আগের থেকে একধাপ নেমে গেল মিঠাই। আর সকলকে চমকে দিয়ে প্রথম পাঁচে জায়গা করে নিল লক্ষ্মী কাকিমা সুপারস্টার।

চলতি সপ্তাহেও প্রথম স্থান ধরে রাখলো গাঁটছড়া যার প্রাপ্ত নম্বর ১০.২ অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং ৯.৫। ঋষি পিহু যুগলবন্দি এবার হেরে গেল। প্রথম পাঁচ থেকেই তারা বেরিয়ে গেছে। তিন নম্বরে রইল মিঠাই ৯.১। গত সপ্তাহের চেয়ে ০.৩ নম্বর কমেছে সিরিয়ালের। চতুর্থ স্থানে উঠে এল ধূলোকণা ৮.৩ আর অন্যদিকে আয় তবে সহচরীর সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থান দখল করল লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.২)। অর্থাৎ কনীনিকা এবং অপরাজিতা দুজনেই একই জায়গায় থাকলেন।

এক ঝলকে দেখে নিন কে কত নম্বর পেলেন টিআরপি রেটিং তালিকায়:

গাঁটছড়া- ১০.২ (প্রথম)

আলতা ফড়িং- ৯.৫ (দ্বিতীয়)

মিঠাই- ৯.১ (তৃতীয়)

ধুলোকণা- ৮.৩ (চতুর্থ)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৮.২ (পঞ্চম)

আয় তবে সহচরী- ৮.২ (পঞ্চম)

মন ফাগুন- ৮.১ (ষষ্ঠ)

অনুরাগের ছোঁয়া- ৭.৭ (সপ্তম)

খুকুমণি হোম ডেলিভারি- ৭.৩ (অষ্টম)

উমা- ৭.২ (নবম)

পিলু- ৭.১ (দশম)

Back to top button