Tollywood

এবার নিজের নামটাই পাল্টে ফেললেন মীর! পুরুষ থেকে নারী হওয়ার সিদ্ধান্ত তার

সোশ্যাল মিডিয়ায় বড়ই জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন মীর। কমেডিয়ান থেকে বড়ো পর্দার অভিনেতার সফর পেরিয়ে আজ তিনি বাংলা বিখ্যাত। সরমা দাশগুপ্ত নামে পাঠানো জন্মদিনের শুভেচ্ছা চলে গেলো মীরের কাছে। অবাক সকলেই। তাহলে কি নাম পাল্টে ফেললেন মীর?

বিষয়টা এমন নয়। সেই মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একরকম মজার ছলে নাম বদলের কথা উল্লেখ করলেন মীর। রবিবার সকালে এই মেসেজ আসে মীরের কাছে। সেখানে এক গাড়ি প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে সরমা দাশগুপ্তকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। কিন্তু মহিলার বদলে সেটা গেছে মীরের কাছেই। তাঁকে আবার গাড়ির নতুন মডেল দেখারও লিঙ্ক পাঠানো হয়েছে। ব্যাপারটি বেশ মজার লেগেছে মীরের।

সঙ্গে সঙ্গে সেটা শেয়ার করেন মীর। আবার এও লেখেন, নিজের নামটি তাঁর বরাবর প্রিয়। কিন্তু এখন এই সংস্থা যখন একথা বলছে, তাঁর কোনও আপত্তি নেই। শুধু একটা হলফনামা দিতে হবে। কিন্তু এক মিনিট! তাঁর তো এই গাড়িই নেই! যাকগে সংস্থাকে অনেক ধন্যবাদ জানান মীর। শুধু একটা খেদ রয়ে গেল তাঁর। আসল সরমা দাশগুপ্ত নামের মহিলা নিজের জন্মদিনের শুভেচ্ছাটি হয়তো পেলেন না।

 

View this post on Instagram

 

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)

Related Articles

Back to top button