Tollywood

শেষ হলো স্টার জলসার জনপ্রিয় Super Singer রিয়েলিটি শো! জেনে নিন কারা হলেন সেরার সেরা

সম্প্রতি শেষ হলো স্টার জলসার জনপ্রিয় মিউজিক্যাল রিয়েলিটি-শো সুপার সিঙ্গার সিজন ৩। শেষ দিন উপলক্ষে বসেছিল তারকাদের চাঁদের হাট। ধুমধাম আয়োজনের সাথে ছিল বহু সাংস্কৃতিক আয়োজন। গ্র্যান্ড ফিনালেতে একের পর এক চমক রাখা ছিল দর্শকদের জন্য।

টানা ১০ ঘন্টা ধরে চলেছে এই অনুষ্ঠান। বাংলা টেলিভিশন জগতে এই প্রথম এত দীর্ঘ সময়ের একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। টানা ১০ ঘন্টার পারফরম্যান্সই নয় এর সঙ্গে ছিল আরও অনেক আর্কষণ। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের সুন্দরী ডিভা মাধুরী দীক্ষিত।

এই প্রথম কোনো বাংলা রিয়্যালিটি শো-এ পা রেখেছেন মাধুরী। মাধুরী ছাড়াও ছিলেন পলক মুছল, শান, কবিতা কৃষ্ণমূর্তি, ইলা অরুণ এবং Rap গায়ক বাদশা। সবার গানের তালে মেতে উঠেছিল মঞ্চ। এর পাশাপাশি সঞ্চালক যিশু সেনগুপ্ত মাতিয়ে রেখেছিলেন দর্শকদের।

সুপার সিঙ্গার সিজন থ্রি’র চূড়ান্ত বিজয়ী হয়েছেন শুচিস্মিতা। ফার্স্ট রানারআপ হয়েছেন মানসী। আর সেইসঙ্গে সেকেন্ড রানারআপ অর্থাৎ তৃতীয় হলেন কুমার গৌরব এবং প্রণয়। এছাড়াও পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন সৌমী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button