টিআরপি কম যমুনা ঢাকির, তাই প্রাইম টাইমে জায়গা করে নিল ‘গৌরী এলো’,আলতা ফড়িংকে দেবে টক্কর!

একের পর এক নিত্য নতুন বাংলা ধারাবাহিক শুরু হচ্ছে। বর্তমানে টিআরপি লিস্টে জি বাংলার স্থান যেন একটু হলেও কমে গেছে। এই চ্যানেলে একরাশ নতুন ধারাবাহিক আসতে চলেছে। সেই নিরিখেই জি বাংলা চ্যানেলে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক গৌরী এলো। সেই ধারাবাহিকের মূল গল্প নিয়ে একটি প্রোমো ভিডিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর গল্প মূলত আধ্যাত্বিক বিষয়কে কেন্দ্র করে। এরই মধ্যে ধারাবাহিক সম্প্রচারের অনেক সময় নিয়ে শুরু হয়েছে জল্পনা।

নতুন ধারাবাহিক গৌরী এলো- এর পরিচালক অভিনেত্রী শ্রুতি দাসের প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দার। ক্রেজি আইডিয়াজ মিডিয়ার তরফে এই ধারাবাহিক খুব শীঘ্রই আসতে চলেছে জি বাংলায়। ধারাবাহিক গুলির সময়সীমায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন ধারাবাহিকগুলিকে জায়গা করে দিতে অপেক্ষাকৃত কম জনপ্রিয় ধারাবাহিকগুলির সময় পাল্টে দেওয়া হয়েছে। আবার শেষ হয়ে গিয়েছে বেশ কিছু ধারাবাহিক। তাহলে কি আবার কোনও পুরনো ধারাবাহিকের টাইম স্লট নেবে এই নতুন ধারাবাহিক?

গৌরী এলো ধারাবাহিক ঠিক কখন সম্প্রচার করা যেতে পারে তার একটা সম্ভাব্য সময় ঠিক করে ফেলেছে নেটিজেনরা। বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপির তালিকায় স্থান হারিয়েছে যমুনা ঢাকি। তাই অনেকেই মনে করছে এই ধারাবাহিকে সম্প্রচারের সময় এর বদলে সম্প্রচারিত হতে পারে গৌরী এলো। অর্থাৎ যমুনার বদলে সন্ধ্যে ৭.৩০টা থেকে সম্প্রচার করা হতে পারে এটি। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে ঠিক সাড়ে সাতটাতেই দেওয়া হয়েছে এই নতুন সিরিয়ালকে।

Back to top button