Tollywood

চড়ুইকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে গেল পুলিশ!লালনের আশীর্বাদ হল ফুলঝুরির সঙ্গে, টানটান উত্তেজনা ধূলোকণায়

বর্তমানে স্টার জলসার সিরিয়াল গুলো তুমুল ভাবে টক্কর দিচ্ছে জি বাংলা কে। স্টার জলসায় ইতিমধ্যেই এসে গেছে প্রচুর নতুন সিরিয়াল যেমন গাঁটছড়া, খুকুমণি হোম ডেলিভারি, অনুরাগ এর ছোঁয়া,আলতা ফড়িং, গুড্ডি। আবার আসতে চলেছে গোধূলি আলাপ।সেখানে দাঁড়িয়ে জি বাংলায় এসেছে মাত্র চারটে নতুন সিরিয়াল উমা,পিলু, লক্ষ্মী কাকিমা সুপারস্টার এবং সদ্য শুরু হয়েছে গৌরী এলো। প্রথমদিকে উমা টিআরপি রেটিং তালিকায় ভালো ফলাফল করলেও পরবর্তীকালে উমার গাঁজাখুরি স্ক্রিপ্ট এই সিরিয়ালকে ট্রোলের সম্মুখীন করেছে।

তবে পুরনো সিরিয়াল দের মধ্যে স্টার জলসার ধূলোকণা কিন্তু এখনো টিআরপি রেটিংয়ে নিজের জায়গা ধরে রেখেছে। বর্তমানে এই সিরিয়ালে চলছে টানটান উত্তেজনা।এবার জেনে নেওয়া যাক আজ এবং কাল এর এপিসোডে কী হতে চলেছে।

লালন এবং চড়ুইয়ের আশীর্বাদের দিনে গাঙ্গুলী বাড়িতে পুলিশ আসবে এবং জিজ্ঞাসা করবে যে চড়ুই গাঙ্গুলী কে? তখন চড়ুই বলবে যে আমি চড়ুই গাঙ্গুলী।তখন পুলিশ চড়ুইকে ধরে নিয়ে যেতে চাইবে তার কারণ চড়ুই একটা মাস্টারপ্ল্যানের সঙ্গে যুক্ত এবং সে ফুলঝুড়ির ক্ষতি করার চেষ্টা করেছে। সেই শুনে চড়ুইয়ের আমার চান্দ্রেয়ী লাফালাফি শুরু করে দেয়।

পুলিশ সকলের সামনে প্রমাণ দেখায় এবং বলে যে কীভাবে চড়ুই ফ্রাইডে ক্লাবের নাম করে ফুলঝুরি আর মিনিদিদিকে বারে নিয়ে গিয়ে জোর করে ফুলঝুরিকে মদ খাইয়ে ছিল। সেই সমস্ত প্রমাণ পুলিশ গাঙ্গুলীর বাড়ির সকলকে দেখায়। চড়ুই বারবার বলতে থাকে যে সে এই সব কিছু করেনি কিন্তু তার কথা পুলিশ শোনে না এবং তাকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে যাওয়া হয়।

গোটা ঘটনায় চান্দ্রেয়ী ফুলঝুরির উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। অন্যদিকে লালন বলে যে সে আশীর্বাদে থেকে উঠতে পারবে না এবং সে বুলেটদাকে জানায়, সে আগে থেকেই সমস্ত কিছু জানত এবং পুলিশে খবর দিয়ে রেখেছিল শুধু পুলিশ আসতে একটু দেরি করে ফেলেছে। সে এখন ফুলঝুরির সঙ্গে আশীর্বাদ সারতে চায়।

পরবর্তী এপিসোড গুলো তে দেখা যাবে যে ফুলঝুরি আশীর্বাদ লালনের সঙ্গেই হচ্ছে।এই খবরটা শুনে নিশ্চয়ই ফুলঝুরির অনুরাগীরা খুবই খুশি হবে।

Related Articles

Back to top button