Tollywood

বিলাসবহুল গাড়ি ছেড়ে রবিবার সকালে মেট্রোতে চেপে বসলেন দেব-রুক্মিণী! হলো কী?

হঠাৎ করে রবিবাসরীয় সকালে মেট্রোতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা দেব এবং প্রেমিকা রুক্মিণী মৈত্র।

কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যতীন দাস মেট্রো স্টেশন অবধি রওনা দিলেন দুজনে। দুজনের পোশাক ছিল রংমিলান্তি। এভাবে দুই সুপারস্টারকে হঠাৎ করে মেট্রোরেলে করে ঘুরে বেড়াতে দেখে অবাক সাধারণ মানুষ। কিন্তু কেন এভাবে গণপরিবহনে চড়ে ঘুরে বেড়াচ্ছেন দুজন?

জানা গেলো সবটাই প্রচারের অংশ। এপ্রিলেই মুক্তি পাচ্ছে কিশমিশ। তার প্রচার হিসেবে জনসংযোগ বাড়াতে এই ব্যবস্থা। ককপিট সিনেমা মুক্তির সময়ে প্রমোশন করেছিলেন প্লেনে চেপে।

এবার আবার কিশমিশের প্রচারে মেট্রোয় সওয়ার হলেন দুই অভিনেতা অভিনেত্রী। তবে শুধু এই দুজন নয় পাশাপাশি ছিলেন পরিচালক, সঙ্গীত পরিচালক, অন্যান্য কলাকুশলী অঞ্জনা বসু মুখোপাধ্যায়,খরাজ মুখোপাধ্যায় এবং কমলেশ্বর মুখোপাধ্যায়।

মেট্রোর ভেতর চলল গান বাজনা। এই ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ট্রেনের দুটি কামরা বুক করে চলছিল সাংবাদিকদের সঙ্গে টিমের এই যাত্রা। সেখানেই পাশের কামরা থেকে পছন্দের নায়ক নায়িকাকে দেখতে হাজির হয় মানুষ। আর ফ্যানদের একেবারে নিরাশ করেননি দেব-রুক্মিণী জুটি। মেট্রো যাত্রীদের সঙ্গে দুজনে কথা বলেছেন আবার ছবিও তুলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button