Tollywood

আচমকাই শেষ হচ্ছে দাদাগিরি আনলিমিটেড সিজন ৯! নিজের মুখেই জানালেন সৌরভ গাঙ্গুলী

দাদাগিরির দর্শকদের জন্য খুবই খারাপ খবর। শেষ হতে চলেছে নবমতম সিজন। এতদিন সঞ্চালনা করছিলেন ক্রিকেটার এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু খেলার মাঠে নয় এত বছর ধরে দিব্যি ছোটপর্দায় ছক্কা হাঁকিয়েছেন সৌরভ।

দাদাগিরির অন্যতম ইউএসপি ছিলেন সৌরভ গাঙ্গুলী নিজেই। এবার এই সিজন শেষ হতে চলেছে। দাদা যেভাবে জমিয়ে রাখতেন এই শো তা রীতিমতো ধরে রাখতো দর্শকদের।

সৌরভ নিজেই দুঃখের খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। একটি ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন প্রায় শেষের দিকে দাদাগিরির এই সিজন।

এই খবর শোনা মাত্রই মন খারাপ হয়ে গিয়েছে সৌরভের অনুরাগীদের। সঙ্গে সঙ্গে নেটিজেনদের কমেন্ট আসতে শুরু করে কমেন্ট বক্সে। যদিও সকলেই জানতেন না একদিন না একদিন শো শেষ হবে। কিন্তু আসলে শো শেষ হোক এটা কেউই চান না মন থেকে।

একজন কমেন্ট করে দাদাগিরি মিস করবে সে। আরেকজন লিখেন আগামী সিজনের অপেক্ষায় রয়েছেন তিনি। জি বাংলার পর্দায় এস টি আর পি ধরে রাখার অন্যতম অস্ত্র চ্যানেল কর্তৃপক্ষের কাছে সেটা সকলেই মেনে নেবেন। তারমধ্যে ক্রিকেট দুনিয়ার এত বড় মহারথী এই শোয়ের কান্ডারী, তাই সেই শো হিট হতে বাধ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button