খুকুমণিকে মা-পিসি ডেকে কিনা সেরা জামাইয়ের অ্যাওয়ার্ড পেল বিহান!হেসে কুটিপাটি নেটিজেনরা

আমরা মোটামুটি এতক্ষণে সকলেই জেনে গেছি যে গত পরশু সায়েন্স সিটি অডিটোরিয়ামে শুটিং হয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এর। চ্যানেলের কলাকুশলীদের প্রায় সবাইকেই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কিছু না কিছু। কিছু কিছু অ্যাওয়ার্ড নিয়ে উঠেছে বিতর্কের ঝড়।

ইতিমধ্যে আমরা সকলেই জেনে গেছি যে সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন খুকুমণি হোম ডেলিভারির নীপা এবং ধূলোকণার চড়ুই। আয় তবে সহচরীর দেবিনা কেন পেল না এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে।তবে বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে সেরা জামাইয়ের পুরস্কার নাকি পেয়েছে খুকুমণি হোম ডেলিভারির বিহান।

সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হয়ে গেছে আর তারপরেই নেটিজেনরা বিহানকে নিয়ে রীতিমতো ট্রোলিং করতে শুরু করে দিয়েছেন। অনেকেই বলছেন যে বিহানের তো কোন শ্বশুর শাশুড়িই নেই তাহলে ও সেরা জামাই হয় কী করে। অনেকে আবার বলছেন শেষ পর্যন্ত কিনা খুকুকে মা পিসি ডেকে সেরা জামাই অ্যাওয়ার্ড পেয়ে গেল বিহান।

যদিও এই খবরের সত্যতা আমরা যাচাই করিনি। তবে নেটিজেনরা এই খবরটাকে নিয়েই ব্যস্ত আছেন। তারা বলছেন যে স্টার জলসা কি আর কোনো যোগ্য লোককে পেল না সেরা জামাই পুরস্কার দেওয়ার জন্য? এখন এই অ্যাওয়ার্ড কে পেয়েছে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের টেলিকাস্টের দিন পর্যন্ত।

Related Articles

Back to top button