Tollywood

উৎসবের আমেজে মাতলো অপরাজিতা অপুর সকলে, ভুলভাল নাচ করে বিপাকে পুচু সোনা

বাঙালি দর্শকদের কাছে সিরিয়াল অন্যতম বিনোদনের অঙ্গ। তাই ধীরে ধীরে বাড়ছে সিরিয়ালের সংখ্যা ও সেগুলিকে ঘিরে উন্মাদনা। এমনই একটি জনপ্রিয় সিরিয়াল হল জি বাংলার ‘অপরাজিতা অপু’। এদিকে নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন নায়িকা সুস্মিতা দে। কিন্তু শুধু প্রশংসা নয়, ট্রোলও হতে হয় তাঁকে মাঝে মধ্যেই। কারণ মাঝে মাঝেই গল্পের গরু গাছে উঠে যায়। তাই ইতিমধ্যেই অপুর বিডিও হওয়ার গল্প দেখে অবাক দর্শকরা।

আবার এর মধ্যেই দেখা যায় যে অপুর দিদি গর্ভবতী। দীপুর মাসি সংসার ছেড়ে দিয়েছেন। আপাতত তিনি সাধন ভজন নিয়েই থাকতে চান।


কিন্তু এর আড়ালে আবার নতুন করে ষড়যন্ত্র করবেন তিনি। এরই মধ্যে সব সিরিয়ালের মতোই এই সিরিয়ালেও এবার হাজির হয়েছে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা পর্ব। পুজো উপলক্ষে বাড়িতেই চলছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে বাড়ির মেয়ে-বৌমারা জুটি বেঁধে নাচ করছে। এদিকে বাড়ির মেজ বৌ অন্যদের দেখে নাচের স্টেপ তোলার চেষ্টা করছে। বিষয়টা তার বরের নজরে যেতেই সকলের সামনে সে পুচু সোনাকে নকল করতে মানা করে। তাতেই একেবারে মাঝপথে নাচ ছেড়ে দেয় পুচু সোনা।

এরপর কোনদিকে এগোবে গল্প? আবার পুজোর মাঝেই কোনো বিভ্রাট হবে না তো?

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button