Tollywood

বলিউড গানে জমিয়ে নাচ করলেন লক্ষ্মী কাকিমা, ‘আরে পুরো বাংলার মাধুরী দীক্ষিত তো’, বলে উঠলেন নেটিজেনরা!

তিনি অপরাজিতা আঢ্য, বহু বছর পর বাংলা সিরিয়ালে কামব্যাক করেছেন জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপার স্টার সিরিয়ালের হাত ধরে।এবং সিরিয়াল সম্প্রচার হওয়ার প্রথম সপ্তাহেই টিআরপি রেটিং তালিকায় এক থেকে দশে ঢুকে গেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার।লোকজনের এই সিরিয়ালের স্ক্রিপ্ট ভালো লাগুক আর না লাগুক,সকলে এক বাক্যে একটা কথা স্বীকার করছেন যে অপরাজিতা আঢ্য দুর্দান্ত অভিনয় করছেন।

বাস্তবিক জীবনে অপরাজিতা ভীষণ হাসি খুশি অমায়িক একজন মানুষ। শুটিং সেটে তিনি বিভিন্ন রকম খুনসুটি করে সেটের সকলকে মাতিয়ে রাখেন।আবার অন্যদিকে মাঝে মাঝেই নিজের সহ-অভিনেত্রীদের নিয়ে নাচের রিল ভিডিও বানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যেই সামি সামি,কভি আর কভি পার গানে নেচে রিল ভিডিও করেছেন তিনি। এছাড়া নিজের জন্মদিনের দিন উ আন্টাভা গানে নেচেছেন। অর্থাৎ একটা কথা বোঝাই যায় যে অপরাজিতা আঢ্য নাচ করতে ভীষণ ভালোবাসেন।

আর এবার অপরাজিতাকে দেখা গেল মাধুরী দীক্ষিতের একটি গানে নাচ করতে। স্বতঃস্ফূর্ত স্টেপ এবং দুর্দান্ত এক্সপ্রেশন, সব মিলিয়ে কিউ সেরা সেরা গানে চুটিয়ে নাচ করলেন অপরাজিতা।তার এই ভিডিও দেখে চমকে গেছেন অনুরাগীরা এবং ক্যাপশনে অপরাজিতা লিখেছেন যে এটাই আমার ভীষণ ক্লান্তির সময়।

অর্থাৎ অপরাজিতা আঢ্য নাচটাকে এতটাই ভালবাসেন যে তিনি ক্লান্তিতেও এত সুন্দর নাচতে পারেন। তার অনুরাগীরা তার এই নাচ দেখে ভীষণ খুশি। একজন নেটিজেন তো কমেন্ট করেছেন যে আরে আপনি তো পুরো বাংলার মাধুরী দীক্ষিত। আপনিও যদি অপরাজিতার এই নাচটি দেখেন আপনারও মন ভরে উঠবে আনন্দে।

Related Articles

Back to top button