Tollywood

আম-আদমির মত রাস্তায় দাঁড়িয়ে ডায়েট ভুলে দই বড়া ফুচকা, চিকেন তন্দুরি খাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! কেউ তাদের দিকে ঘুরেও দেখছেন না, কী করে সম্ভব এটা?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি হলেন অঙ্কুশ ঐন্দ্রিলা। অঙ্কুশ হাজরাকে আমরা বড় পর্দার নায়ক হিসেবেই চিনি। আর ঐন্দ্রিলাকে চিনি আমরা ছোটপর্দা থেকে। 18 বছর হয়ে গেল অভিনয় করছেন ঐন্দ্রিলা। ফাগুন বউ, সাত পাকে বাঁধা সিরিয়ালে তার অভিনয় সাধারণ মানুষের মন জয় করে নিয়েছিল।

অঙ্কুশের সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্কের বয়স দশ বছর হয়ে গেল।2-3 বছর ধরে আমরা শুনে আসছি অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে করতে চলেছেন তবে এখনো পর্যন্ত বিয়ের ডেট ফাইনালি জানা যায়নি। দুজনে লিভ-ইন করে আসছেন দীর্ঘদিন ধরে। দুজনের বন্ডিং কে ভীষণ পছন্দ করেন দর্শকরা।

কয়েকদিন আগেই জন্মদিন গেছে ঐন্দ্রিলার এবং লর্ড অফ রিংসে পার্টি দিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা দুজনে। দেব প্রসেনজিৎ সোহম সহ টলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন সেই বার্থডে পার্টিতে। পার্টির বিভিন্ন ঝলক আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। হবু শ্বশুরের সঙ্গে বার কাউন্টারে উঠে নাচতে দেখা গেছে ঐন্দ্রিলাকে।

আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলে এলো আরেকটি ভিডিও। আমরা সকলেই জানি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা ঘুরতে খুব ভালোবাসেন।প্রায়শই তারা ছোট থেকে বড় বিভিন্ন ট্রিপে বেরিয়ে পড়েন। দুজনে এখন সম্ভবত রয়েছেন কোন সমুদ্রতীরের শহরে।

আজ কিছুক্ষণ আগে একটা ভিডিও অঙ্কুশ পোস্ট করেন ফেসবুকে এবং সেখানে লেখেন যে, বহুদিন বাদে একটু নন সেলিব্রিটির মত জীবন কাটালাম ঐন্দ্রিলার সঙ্গে।দেখা যাচ্ছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা ডায়েট ভুলে দইবড়া ফুচকা চিকেন তন্দুরি মাশরুম টিক্কা খেতে ব্যস্ত।

দুজনে যে এসব খেতে খুব ভালবাসেন তা তাদের এই ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে।যে শহরে তারা গেছেন সেখানে তাদের কেউ চেনে না তাই তারা নিশ্চিন্তে রাস্তায় দাঁড়িয়ে সমস্ত খাবার খেতে পারছেন যেগুলো তারা ইচ্ছা থাকলেও পারেন না। অঙ্কুশ নিজের মুখে সে কথা বললেনও ভিডিওতে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button