Swastika-Sreelekha: বিরোধী মতের হয়েও স্বস্তিকা মমতার সৌজন্যের ছবি দেখে ‘খামতি দিদিমণি’ বলে স্বস্তিকাকে কটাক্ষ শ্রীলেখার! ‘থলথলে বৌদি তুমি চুপ কর’, শ্রীলেখা নিজেই পড়লেন নেটিজেনদের ট্রোলের মুখে

বাংলা ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শ্রীলেখা মিত্র। শ্রীলেখাকে এখন সেভাবে টিভির পর্দায় দেখা না গেলেও স্বস্তিকাকে দেখা যায় এবং ওয়েব সিরিজ এবং ছবিতে কাজ করতে। বাংলা ইন্ডাস্ট্রি এই দুই অভিনেত্রীকেই সাহসী হিসেবে চেনে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সাহসী ফটো পোস্ট করে সংবাদ শিরোনামে প্রায় আসেন এই দুই অভিনেত্রী। তবে এবার স্বস্তিকা মুখোপাধ্যায় কে কটাক্ষ করে নিজেই ট্রলের মুখে শ্রীলেখা।

প্রসঙ্গত কয়েকদিন আগেই ছিল মুখ্যমন্ত্রী আয়োজিত রেড রোডে দুর্গা পুজোর বিজয়া কার্নিভাল। সেখানেই বহু অভিনেতা অভিনেত্রীদের উপস্থিত থাকতে দেখা গিয়েছে। আর সেই অনুষ্ঠানে একটি ক্লাবের তরফ থেকে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যেখানে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেখানে মমতা ব্যানার্জি তাকে কিছু চকলেট দিলে সেই ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন তিনি এবং সেই সঙ্গে লেখেন অনেকদিন পরে দুজনে দেখা হল।

আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এই ছবির কমেন্ট বক্সে গিয়ে অভিনেত্রীকে কটাক্ষ করে লেখেন, ‘আপনিও চটি চাটা জানতাম না’, তো কেউ বলছে ‘আপনার কাছ থেকে এটা আশা করিনি’।

তবে শুধু সাধারণ মানুষই নয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাকে কটাক্ষ করেছেন।স্বস্তিকা আর মমতার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘আমার ‘খামতি’ দিদিমণি। আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমার খামতিটা কোথায়। আপনাদের মতো হতে পারলাম না এটাই তো? ঝুঁকুন ঝুঁকুন, পায়ের তলার তল ঠিক পেয়ে যাবেন। কারেক্ট আছে।’’

আর তারপরেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের অনুরাগীরা শ্রীলেখাকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন। একজন লিখলেন, ‘এটাকে সৌজন্য সাক্ষাৎ বলে, উনি কিন্তু মুখ্যমন্ত্রীর নিমন্ত্রিত নয়। একটা ক্লাবের হয়ে গিয়েছেন। আর যদি কোনও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকে সেখানে না দেখা করাটা অসামাজিকতা হয়। অবশ্য সৌজন্য বোধ মনে হয় না আপনি আদৌ জানেন।’এমন অনেক কটাক্ষ ভেসে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

স্বস্তিকাকে কটাক্ষ করে নিজেই ট্রোলড শ্রীলেখা।
তবে শ্রীলেখার এই পোস্ট দেখে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও চুপ থাকেনি তিনি একটি বড়সড় পোস্টে লিখেছেন,‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ায় তাঁকে নমস্কার করে বিজয়া জানানোটা ভদ্রতা, সৌজন্য। আমায় দুটো চকলেট দেওয়াটা ওনার ইচ্ছে, সেটা খেয়ে নেওয়াটা আমার… চকলেট নিয়েছি ইলেকশন টিকিট নয়, চকলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়। আমরা একটা সভ্য দেশে বাস করি, বর্বর নই। কাল দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও একই ভাবে নমস্কার করব কারণ সেটাই ঠিক।’

Back to top button