মঞ্চে পূর্ব মেদিনীপুরের ভাষা বলার চেষ্টা! ট্রোলড ‘খুকুমণি হোম ডেলিভারি’র দীপান্বিতা রক্ষিত

স্টার জলসায় সদ্য সম্প্রচার করা শুরু হয়েছে ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। ধারাবাহিকের গল্প বেশ অন্য ধরনের হওয়ায় খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। তবে এর পাশাপাশি আবার বেশ অনেকবার সমালোচিত হয়েছে ধারাবাহিকের কলাকুশলীরা। ধারাবাহিকের গল্প থেকে শুরু করে তাদের অভিনয়ের স্টাইল নিয়ে নানা কথা বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সম্পূর্ণ অন্য কারণে আবার সমালোচিত হলেন অভিনেত্রী দীপান্বিতা।

টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা অনেক মাচা শোয়ে অংশগ্রহণ করে। মূলত গ্রামের দিকে এই অনুষ্ঠানগুলির আয়োজন করা হয়। মূলত এই ধারাবাহিকগুলোর উদ্দেশ্য থাকে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে জনসংযোগ বাড়ানো। তেমনই এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন অভিনেত্রী দীপান্বিতা। সেখানেই আরেক জনপ্রিয় কমেডিয়ান শম্ভু মন্ডল এর সঙ্গে নানা হাসির কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। কিন্তু পূর্ব মেদিনীপুরের ভাষা বলতে গিয়ে সমালোচিত হতে হলো তাঁকে।

এমন ভাষা শুনে বিরক্ত হয়েছেন দর্শকদের একটি অংশ। আসলে অভিনেত্রী নাকি ওই ভাষা ঠিকমত বলতেই পারেননি। তাই সকলেই কটাক্ষ করেছেন তাঁকে। এ ভাষা শুনে বোঝা গেছে যে তিনি জানেন না সেই ভাষা বলার কায়দা। তবে সমালোচনার যোগ্য জবাব দিয়েছে অভিনেত্রীর অনুরাগীরা। তাদের বক্তব্য অভিনেত্রী হিসেবে যতটা পারফরমেন্স করার প্রয়োজন ছিল তিনি ঠিক ততটাই করেছেন।

Back to top button