Tunte: ‘তুঁতে’ ধারাবাহিকের দর্শকদের জন্য রয়েছে দারুন সুখবর! খুশিতে ভরে যাবে মন! আনন্দে লাফাবেন স্টার জলসার ভক্তরা

স্টার জলসার পর্দায় এখন একের পর এক আসতে চলেছে নতুন ধারাবাহিক। আবার শোনা যাচ্ছে বন্ধ‌ও হয়ে যাবে বেশ কয়েকটি ধারাবাহিক।

উল্লেখ্য, স্টার জলসার পর্দায় আসছে নতুন পাঁচটি ধারাবাহিক। সাহানা দত্ত, রোহিত সামন্তের প্রযোজনা সংস্থা মিসিং স্ক্রু প্রোডাকশনের আসন্ন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। এই প্রযোজনা সংস্থার আর‌ও একটি ধারাবাহিক আসবে।

এক‌ইসঙ্গে আসছে অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের নতুন ধারাবাহিক ‘তুঁতে।’ এছাড়াও আসছে এসভিএফ প্রোডাকশনের নতুন ধারাবাহিক। আসছে যীশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থারও একটি নতুন ধারাবাহিক।

উল্লেখ্য, অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের নতুন ধারাবাহিক তুঁতে’তে অভিনয় করছেন খেলাঘর খ্যাত অভিনেতা সৈয়দ আরেফিন। আর নায়িকার চরিত্রে অভিনয় করছেন খুকুমণি হোম ডেলিভারি খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত।

উল্লেখ্য, প্রায় একমাস আগে প্রোমো মুক্তি পেয়ে গেলেও সেট তৈরী না হ‌ওয়ার জন্য শুটিং শুরু হয়নি। তবে খুশির খবর আজ থেকে শুটিং শুরু হয়েছে এই ধারাবাহিকের। সৈয়দের বাড়ির সেট তৈরি না হ‌ওয়ায় শুটিং আটকে ছিল। তবে দীপান্বিতার বাপের বাড়ির সেট তৈরি হয়ে গেছে। আর তাই ‌আজ থেকে শুটিং শুরু হয়েছে এই ধারাবাহিকের।

Related Articles

Back to top button