Entertainment

এত সহজে স্বামী শামি তাকে ভুলবে এটা হতে দেওয়া যায় নাকি? ছোট পোশাকে ছবি পোস্ট করে বিশেষ বার্তা শামির স্ত্রী হাসিনের

ফের যেন একবার ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামিকে লক্ষ্য করে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্ত্রী হাসিন। কিছুদিন আগে দুজনের বিবাহ বিচ্ছেদের কথা শোনা গিয়েছিল। তবে আপাতত ডিভোর্স দেননি তাঁরা। কিন্তু আর একসাথেও থাকছেন না। তবে স্বামী যাতে হাসিনকে ভুলে না যায় তাই সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ পোস্ট করলেন তিনি।

হাসিন জাহান একটি ছবি পোস্ট করেন নিজের যা বিশেষভাবে ভাইরাল হয়েছে এ সময়। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন হাসিন।

সেইসঙ্গে ক্যাপশনে তিনি লেখেন ‘আমি তোমাকে ভুলে গেলেও তুমি আমাকে ভুলে যাও এটা হতে দেব না। ভালোবাসায় না হলেও ঘৃণায় তুমি আমাকে অবশ্যই মনে করবে’। লাল রঙের একটি এক পিস পরা ছবি পোস্ট করেছেন তিনি। সেইসঙ্গে একটু মিষ্টি হাসি। উরু থেকে উন্মুক্ত তাঁর পা। বলাই বাহুল্য নেট দুনিয়ায় জোর জল্পনা এই ক্যাপশন অবশ্যই স্বামী শামির উদ্দেশ্যে করেছেন তিনি।

হাসিন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় এবং নানা সময়ে নানা ছবি পোস্ট করেন তিনি। আর শুধু যে নিজের ছবি পোস্ট করেন তা নয়, কখনো কখনো নিজের মেয়ের ছবিও স্থান পায় তাঁর সোশ্যাল মিডিয়ায়।

তবে এই জনপ্রিয় পেসার পত্নীর পোস্ট সর্বদাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেইসঙ্গে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। এদিকে এই পোস্ট ঘিরে হাসিনের পোশাক সম্পর্কে অনেক কটু কথাও বলতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। আবার কেউ কেউ বলছেন স্বামীকে মনে পড়ছে তাঁর। কেউ কেউ তাকে পরামর্শ দিচ্ছে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিতে।

Related Articles

Back to top button