বাঙালি শিল্পীদের দমিয়ে রাখে অবাঙালি শিল্পীরা? বিস্ফোরক ‘সা রে গা মা পা’র অনন্যা

বাংলার মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন তিনি। এবার জাতীয় মঞ্চে জেতার লড়াইয়ে আছেন গায়িকা ও বাংলার মেয়ে অনন্যা চক্রবর্তী। একাধিকবার সারেগামাপা-র মঞ্চে খাঁটি বাংলায় গান গেয়ে মুগ্ধ করেছেন বিচারকসহ শ্রোতাদের। অনন্যার কন্ঠস্বর বরাবরই প্রশংসা কুড়িয়েছে সকলের।

বাংলার পর এবার হিন্দি ‘সা রে গা মা পা’র মঞ্চ জয় করতে উঠেপড়ে তালিম নিচ্ছেন অনন্যা। তাই এখন তিনি ও পরিবার মুম্বইয়ের বাসিন্দা। বিনোদন জগতে একটা প্রচলিত কথা নাকি শুনতে পাওয়া যায় যে মুম্বইয়ে নাকি ‘বাঙালি শিল্পীদের অবাঙালি শিল্পীরা উঠতেই দেয় না’। আর সম্ভবত সেই জন্যই নাকি মুম্বইয়ের গানের জগতে যোগ্য সম্মান পাননি সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো শিল্পীও। তবে অনন্যার কিন্তু একদম অন্যরকম অভিজ্ঞতা হলো সেখানে গিয়ে।

এক ফেসবুক পোস্টে দুই গুরু জয়দীপ দিলীপ ভাগবতকর এবং নীরজ কালকরের সঙ্গে ছবি পোস্ট করেন অনন্যা। তাতে আবার তিনি লেখেন যে এই দুই মরাঠি সংগীত গুরু কেমনভাবে তাঁকে পিতৃস্নেহে রেখেছেন। শুধু গানই শেখাচ্ছেন তাই নয় রান্না করে খাওয়াচ্ছেন তাঁকে। তাঁর গুরুদের তাঁর প্রতি অগাধ বিশ্বাস যে তিনি পারবেন। অনন্যা আবার এও লেখেন যে ভালোবাসাই শ্রেষ্ঠ ধর্ম। তাই যে কোনওরকম দ্বেষ থেকে দূরে থাকার আর্তি করেন যে তিনি। অর্থাৎ বেশ যত্নে এবং ভালো আছেন অনন্যা।

Back to top button