বাংলা মিডিয়ামে পড়ে ইন্টারভিউ ক্র্যাক! RJ অয়ন্তিকার বিতর্কিত মন্তব্যের জবাবে রাহুল-শ্রীলেখা

সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমের একটি আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন রেডিও জকি অয়ন্তিকা। বাংলা মিডিয়াম নিয়ে আলোচনায় বিতর্কিত মন্তব্যের জেরে এখন সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভাইরাল হয়েছেন তিনি। নানাভাবে মানুষ কটাক্ষ করছে তাঁকে। তিনি মন্তব্য করেন ‘বাংলা মিডিয়ামে পড়া কোনও ছাত্র গিয়ে কোনও কর্পোরেট হাউসে ভালভাবে চাকরি নিয়ে বাড়ি কি যেতে পারবে?’

এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা আবার বিভক্ত হয়ে গিয়েছে দুই দলে। কেউ কেউ তাঁকেই সমর্থন করছে। আবার কেউ কেউ নিন্দায় সরব। সাধারন মানুষে পাশাপাশি এবার টলিউডের বেশকিছু সেলিব্রিটিরাও এই আলোচনায় নামলেন। রয়েছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি এবং শ্রীলেখা মিত্র। এমনিতেই অভিনেত্রী ঠোটকাটা কথার জন্য সোশ্যাল মিডিয়ায় চর্চায় বরাবর চর্চায় থাকেন নায়িকা। প্রশ্ন রাখেন যে বাংলা মিডিয়ামে পড়ে না কি কর্পোরেট হাউসে চাকরি পাওয়া যায়না তাহলে যারা বর্তমানে বাংলা মিডিয়াম থেকে উঠে এসে কর্পোরেট চাকরি করছে তারা কি করে চাকরি পেল? আমাদের দেশে যেন একটা নিয়ম হয়েছে যে ইংরেজি ভাষা জানতেই হবে। এতে মাতৃভাষাকে সম্মান না জানালেও চলবে।

রাহুল নিজেও বাংলা মিডিয়ামের ছাত্র। তিনি বললেন যে তুমি ভালো RJ, এটা নিয়ে আমার এতদিন অন্তত সংশয় ছিল না। আমার আশ্চর্য লাগছে তুমি এমন একজন লোকের station রিপ্রেসেন্ট করতে সে legend, কারণ সে সবকটা ভাষাকে সমান সম্মান দেন।

Back to top button