‘ভিডিও কোয়ালিটি ক্লিয়ার নয়’, ক্রেতাদের আপত্তি সত্ত্বেও নিজের শাড়ি বিক্রির লাইভ ভিডিও চালিয়ে গেলেন রচনা ব্যানার্জি, কটাক্ষের শিকার নেট পাড়ায়

তিনি রচনা ব্যানার্জি, আমাদের সকলের প্রিয় দিদি নং ওয়ান এর সঞ্চালিকা। এর আগে বাংলা এবং উড়িয়া ইন্ডাস্ট্রিতে তিনি রাজত্ব করে এসেছেন। বলিউডে সূর্যবংশম সিনেমাতে তিনি কাজ করেছেন অমিতাভ বচ্চনের সাথে।এখন রচনা ব্যানার্জি কে বড় পর্দায় দেখা যায় না ঠিকই তবে তিনি ছোটপর্দায় একটি গেম শো সঞ্চালনা করে যা জনপ্রিয়তা পেয়েছেন তা যে কোন সিনেমার নায়িকা ও পাননা।

তবে নিজেকে শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে আটকে রাখেন নি বছর সাতচল্লিশের এই সুন্দরী। শুরু করেছেন শাড়ি বিক্রি, নিজের বুটিকের নাম দিয়েছেন রচনাস ক্রিয়েশন। মাসের অনেক কটা দিনই তিনি ফেসবুক লাইভে আসেন নিজের শাড়ি বিক্রি করতে। সেরকমই শনিবার সন্ধ্যা বেলায় তিনি এসেছিলেন ফেসবুকে শাড়ি বিক্রির লাইভ করতে।কিন্তু সেখানেই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা যার জন্য কটাক্ষের শিকার হতে হল রচনা ব্যানার্জি কে।

সেই লাইভ ভিডিও শুরু হতেই দেখা যায় যে ভিডিও কোয়ালিটি একদম স্পষ্ট নয়। গোটা ভিডিওটি ঝির ঝিরে হয়ে আসছে। ফলে রচনা যখন শাড়ি দেখাচ্ছেন তখন সেই শাড়ি স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না।লাইভ ভিডিও কমেন্ট বক্সে সকলেই তাকে বারবার বলে যাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি ক্লিয়ার না কিন্তু রচনা মনে হয় সেদিকে খুব একটা খেয়াল দেননি। তিনি সবকিছু ঠিক আছে বলে নিজের লাইভ করা কন্টিনিউ করতে থাকেন।

আর এতেই রীতিমতো বিরক্ত হয়েছেন নেটিজেনরা। রচনা যখন ক্রেতাদের উদ্দেশ্যেই শাড়ি বিক্রি লাইভ করছেন তখন ক্রেতারা যাতে ভালোভাবে তার শাড়ি দেখতে পায় সেটাই কাম্য, কিন্তু রচনা তাদের কমেন্টে কান না দিয়ে যেভাবে শাড়ি বিক্রি লাইভ চালিয়ে গেলেন তাতে কোনো অসুবিধার সম্মুখীন হলেন ক্রেতারাই এমনটাই বলছেন অনেক মানুষ। এই জিনিসটি ব্যবসার জন্য অনেক ক্ষতিকর তাই আগামী দিনে রচনা কে এই ব্যপারে একটু সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা।

Back to top button