‘মায়ের ঋণ কখনো শোধ করা যায় নাকি!’ হাসিমুখে কনকাঞ্জলি দেওয়ার ছবি পোস্ট করে বেজায় ট্রোলড হলেন পূজা ব্যানার্জি!

গত ১৫ ই নভেম্বর গোয়াতে বসেছিল ডেস্টিনেশন ওয়েডিংয়ের আসর। বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী কুনাল ভার্মা এবং পূজা ব্যানার্জি। বাঙালি মতেই হয়েছে বিয়ে। পূজা সমস্ত কিছু বাঙালি আচার-আচরণ মেনেই বিয়ে করেছেন। আর সেখানেই ঘটলো গন্ডগোল।

আমাদের বাঙালি বিয়েতে একটি রীতি রয়েছে কনকাঞ্জলি দেওয়া। যেখানে বাপের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় এক মুঠো চাল মায়ের আঁচলে ছুঁড়ে দিয়ে বলতে হয় মা তোমার ঋণ শোধ করলাম। তবে বর্তমান দিনে এই কনকাঞ্জলি প্রথা ধীরে ধীরে উঠে যাচ্ছে।কারণ সকলের একটাই কথা যে মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায়না।

এবার হয়েছেটা কী, পূজা যেহেতু সমস্ত বিয়ের আচার বাঙালি মতে করছেন তিনি কনকাঞ্জলিটাও দিয়েছেন মাকে। তার একটি ছবি তিনি পোস্ট করেছেন আজ সকালে ইনস্টাগ্রামে। আর তাতেই ঘটেছে বিপত্তি।

তিনি হাসিমুখে মাকে কনকাঞ্জলি দিচ্ছেন, সেই ছবি দেখে তার ওপর ভীষণ ক্ষিপ্ত নেটিজেনরা। অনেকেই কমেন্ট করেছেন, যে মায়ের ঋণ এভাবে শোধ করা যায় না কি? এছাড়াও কৃশিবকে নিয়ে বিয়ে করার বিরোধিতাও করেছেন অনেকে।

 

Back to top button