আর মাতাবেন না ডিস্কো! প্রয়াত বাপ্পি লাহিড়ি

তাঁর হাত ধরেই পপ সঙ্গীত এসেছিল ভারতে। তিনি আর নেই। মঙ্গলবার মধ্যরাতে চলে গেলেন সঙ্গীত জগতের আরও এক নক্ষত্র বাপ্পি লাহিড়ি। মুম্বইয়ের জুহু স্থিত একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সকলের প্রিয় ‘বাপ্পিদা’র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। তারপর তাঁকে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাপ্পি। গত বছরের এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেই লড়াই জিতে বাড়ি ফেরেন তিনি। হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে যে প্রায় বিগত একমাস ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবারই বাড়ি নিয়ে আসা হয় তাঁকে বাপ্পি। কিন্তু মঙ্গলবারই আবার নাকি অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারিক চিকিৎসক তাঁকে ফের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করানোর কথা বলেন। মঙ্গলবার মধ্যরাতে সেই হাসপাতালেই প্রয়াত হন বাপ্পি লাহিড়ি।

১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির ক্ষেত্রে আলোড়ন এনেছিলেন বাপ্পি। ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’ থেকে শুরু করে বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন বহু হিট গান। ২০২০ সালে শেষ গান গেয়েছেন হিন্দি সিনেমা ‘বাগি- ৩’ এর জন্য। যদিও তাঁর বাবা-মায়ের দেওয়া নাম অলোকেশ কিন্তু তিনি জনপ্রিয়তা পান বাপ্পি হিসেবেই। তাঁর নিজস্ব গায়কী তাঁকে আলাদা পরিচয় দিয়েছে।

Back to top button