ডিস্কো কিং নেই! ‘চিরতরে মিস’ করবেন ডিস্কো ড্যান্সার মিঠুনদা,মুখ খুললেন মহাগুরু

আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার- হিট হতো না যদি না বাপ্পিদা এবং মিঠুনদা একসঙ্গে স্টেজ কাঁপাতেন। একজন আওয়াজ এবং আরেকজন দুর্দান্ত স্টেপ নয় ডিস্কো কালচারকে তুলে এনেছেন ভারতীয় সংস্কৃতিতে। আজ একজন নেই। মাত্র ৬৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ি যা সঙ্গীত জগতের কাছে এক অপূরণীয় ক্ষতি। এক এক করে কিংবদন্তীরা হারিয়ে যাচ্ছেন। অন্যদিকে দুজনে বাঙালি হওয়ায় ইন্ডাস্ট্রিতে বাপ্পি লাহিড়ি মিঠুনের কাছে দাদার মতই হয়ে উঠেছিলেন। এতে মন খারাপ ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীর।

মিথুন এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে “বাপ্পি দা, আমি নিশ্চিত তোমার আত্মা স্বর্গের দ্বারে ইতিমধ্যে পৌঁছেছে। আমি তোমাকে চিরতরে মিস করব”। স্বাভাবিকভাবেই যাঁর হাত ধরে ডিস্কো ড্যান্সার উপাধি পেয়েছেন মিঠুন তিনি চলে যাওয়ায় ক্ষত সৃষ্টি হয়েছে মিঠুনের মনে যা কখনোই পূরণ হওয়ার নয়। বাপ্পি লাহিড়ির, জিমি জিমি আজা আজা, ডিস্কো ড্যান্সারই মিঠুনের জীবনে অন্যতম বড় সাফল্যগুলি এনে দিয়েছিল। এই জিমি জিমি এতটাই বিখ্যাত হয়েছিল যে বিশ্বের অন্যতম পপগায়ক মাইকেল জ্যাকসনও তাঁর প্রশংসা করেছিলেন।

একে একে ভারত হারিয়েছে লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ির মতো প্রথিতযশা শিল্পীদেরকে। সঙ্গীত জগৎ একপ্রকার অভিভাবকহীন হয়ে পড়েছে তাঁদের অকাল প্রয়াণে। গত একমাস ধরে অসুস্থ থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাপ্পি লাহিড়ি। শোকস্তব্ধ তাঁর পরিবার এবং বন্ধুমহল।

Back to top button