‘এসব প্রশ্ন আমাকে করবি না’,দাদাগিরিতে দেবাংশু ভট্টাচার্যের রাজনৈতিক প্রশ্নে ‘অরাজনৈতিক’ দাদার চরম ধমক! কী হতে চলেছে দাদাগিরির মঞ্চে?

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল দাদাগিরি।বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীর দুর্দান্ত সঞ্চালনায় এই কুইজ শো’টি শুরু থেকেই মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করে এসেছে। বর্তমানে দাদাগিরিতে চলছে নবমতম সিজন। এর মধ্যেই সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ এসে মাতিয়ে দিয়ে গেছেন দাদাগিরির মঞ্চ।

আসন্ন শনিবার দাদাগিরির মঞ্চে দেখা যাবে তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য কে। স্বাভাবিকভাবেই দাদাগিরির মঞ্চে লাগলো রাজনৈতিক ছোঁয়া। যা নিয়ে বেশ অসন্তুষ্ট দাদাগিরির দর্শকরা।

সম্প্রতি একটি প্রোমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে সৌরভের সঙ্গে কথোপকথন হচ্ছে দেবাংশুর। দেবাংশুর বয়স কত জিজ্ঞাসা করেন সৌরভ। দেবাংশু জানান যে তার বয়স 25। সৌরভ তার এত অল্প বয়স শুনে চমকে যান। তবে এর পরই দেখা যায় সৌরভ দেবাংশুর উপর কিছুটা হলেও অসন্তুষ্ট হন।

গতবছর বিধানসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল সৌরভ বিজেপিতে যোগ দিতে পারেন এবং বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হয়ত তিনিই চলেছেন। তবে সেসব কিছুই হয়নি কিন্তু এইরকম খবর এখনো লোকের মুখে ঘোরাফেরা করে।দাদাগিরিতে এসে দেবাংশু সেটাই দাদাকে জিজ্ঞাসা করতে যান যে এই খবরটা কি সত্যি ছিল?

তখন সৌরভ তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে এইসব প্রশ্ন এখানে করা যাবে না। প্রোমো দেখে মনে হয় সৌরভ দেবাংশুর উপর কিছুটা হলেও রেগে গেছেন। এমনিতেও দেবাংশু আসায় দাদাগিরির ভক্তরা বেশ রুষ্ট হয়েছেন। প্রোমোর কমেন্ট বক্স দেখলেই মিলবে তার নমুনা। অনেকেই লিখেছেন যে দাদাগিরি আর লোক পেল না নিয়ে আসার জন্য। একজন আবার লিখেছেন যে শেষপর্যন্ত দাদাগিরিতেও রাজনৈতিক ছোঁয়া লাগল। এখন সৌরভ দেবাংশু কে কীভাবে সামলান সেটাই দেখার।

Back to top button