Bollywood

রাত দশটার পর নিম্নাঙ্গে পোশাক পরেন না রণবীর সিং! করণ জোহরের সামনে খুলে দিলেন সব

কফি উইথ কারান এমন এক অনুষ্ঠান যা যেমন বিতর্কিত তেমনই খাঁটি বিনোদনের খোরাক। বলিউডের অভিনেতাদের সমস্ত গোপনীয় তথ্য এখানে ফাঁস হয়ে যায়। ফাঁস করে দেন পরিচালক এবং এই অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর। এর আগে একবার অনুষ্ঠান বন্ধ হয়ে গেছিল বিতর্কের কারণে।

কিন্তু আবার শুরু করা হয়েছে এই শো। তবে বুধবার যখন ঘোষণা করা হলো এই শো আর ফিরবে না তখন হঠাৎ করে অবাক হয়ে গিয়েছিল দর্শকরা। পরে জানা গেল জনপ্রিয় চ্যাট শো নতুন সিজন নিয়ে আসবে। তবে সেটা কেবলমাত্র ডিজনি হটস্টারে দেখা যাবে।

এই সিজনের প্রথম অতিথি রণবীর সিং এবং আলিয়া ভাট। দুজনকে একত্রে দেখার জন্য অপেক্ষায় রয়েছে দর্শকরা।

আর রণবীর সিং মানে শুধুমাত্র আনন্দ আর হৈ-হুল্লোড়। এর আগে একবার যখন রণবীর অনুষ্ঠানে এসেছিলেন তখন এক অদ্ভুত বিষয় ফাঁস করেছিলেন। অভিনেতা জানিয়েছিলেন রাত দশটার পরে নিম্নাঙ্গে কোন অন্ত’র্বাস পরেন না তিনি। পাশে বসেছিলেন অনুষ্কা শর্মা। লজ্জায় মুখ ঢেকে ছিলেন নায়িকাও।

এবার অপেক্ষায় দর্শকরা যে এই সিজনে এমনকি তথ্য ফাঁস করে দেবেন অভিনেতা নিজেই যে লজ্জায় পড়তে হবে বাকিদের। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কোন রাখঢাক করতে পছন্দ করেন না অভিনেতা রণবীর সিং। তাই তিনি বরাবর দিলখোলা এবং খোলামেলাই থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button