মৃত্যুর আগে এটাই শেষ ভিডিও লতাজির! কী বলেছিলেন সুর সম্রাজ্ঞী?

অবশেষে ৯২ বছর বয়সে প্রয়াত হলেন সুরের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যাওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে লতাজী সুস্থ থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। বিভিন্ন উৎসব উপলক্ষ্যে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানতেন। এমনকী ভারতীয় সেনাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করতে ভুলতেন না তিনি।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে সঙ্গীতশিল্পীকে দেখা গেছে। বলা হচ্ছে এটি নাকি মৃত্যুর আগে তাঁর শেষ ভিডিও। পরিপাটি সেজে ক্যামেরার সামনে সুরেলা কণ্ঠে দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করছেন সবাইকে। সেই সঙ্গে ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে লতা বলেছেন, “ভারতীয় জওয়ান আছে বলেই ভারত দেশ আছে। তোমরা তাই আমার ভাই-এর মতো। ভাইফোঁটার রাশি রাশি শুভেচ্ছা তোমাদের। আমি যদি তোমাদের কোনো প্রয়োজনে আসি অবশ্যই জানিও।” অর্থাৎ এই বার্তা তাঁর সেনাদের উদ্দেশ্যে।

তবে এই ভিডিওকে শেষ বলা হলেও আর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে অসুস্থ অবস্থায় দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন এটি তাঁর শেষ ভিডিও। ফেসবুক, ট্যুইটারের বন্ধুদের উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি। রবিবার শেষকৃত্য সম্পন্ন হবে নায়িকার।

Back to top button