দীপিকার গেহরাইয়া নাকি জঞ্জাল! ‘খারাপ সিনেমা সবসময়ই খারাপ’ বলে বিদ্রুপ কঙ্গনার

ইন্ডাস্ট্রি নিয়ে বরাবরই সমালোচনা করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। নায়িকা বিগ বসের মতো একটি রিয়েলিটি শো নিয়ে হাজির হচ্ছেন খুব শীঘ্রই। সেই শোয়ের নাম লক আপ। সেই সূত্রেই একটি সাংবাদিক সম্মেলনে নায়িকা মুখ খোলেন ইন্ডাস্ট্রির আরেক অভিনেত্রী দীপিকা পাডুকোনের সদ্য মুক্তি পাওয়া সিনেমা গেহরাইয়া নিয়ে। সেই সিনেমা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে নিজের শোয়ের সাংবাদিক বৈঠকে অন্য সিনেমা নিয়ে কেন প্রচার করবেন তিনি এ নিয়ে মেজাজ হারালেন কঙ্গনা। এবার আবার নিজের থেকেই সরাসরি কটাক্ষ করলেন সেই সিনেমাকে।

শনিবার রাতে, কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘হিমালয় কি গোদ মে’ ছবিতে মনোজ কুমার ও মালা সিনহার জনপ্রিয় গান ‘চান্দ সি মেহবুবা মেরি’ শেয়ার করেন। এর পাশাপশি আবার লেখেন যে তিনিও এই প্রজন্মের কিন্তু এই ধরনের রোম্যান্সের সঙ্গে একাত্ম বোধ করেন তিনি। মিলেনিয়াল এবং নিউ এজ অথবা আরবান মুভির নাম নিয়ে জঞ্জাল বিক্রি না করার অনুরোধ করেছেন তিনি। খারাপ সিনেমা সবসময়ই খারাপ এবং তাতে পর্ণোগ্রাফি মেশালেও তার ভরাডুবি কেউ নাকি আটকাতে পারবে না। এর মধ্যে কোনও গেহয়াইয়াওয়ালি অর্থাৎ গভীরতা যুক্ত বিষয় নেই। অর্থাৎ তিনি সরাসরি দীপিকার সিনেমার বিরুদ্ধেই কথা বলেন।

তবে এটাই প্রথম নয়, এর আগেও দীপিকাকে ডিপ্রেশনের নিয়ে আক্রমণ করেছেন কঙ্গনা। তাঁর মতে দীপিকা ‘ডিপ্রেশনের বিজনেস’ চালান।

Back to top button