Bollywood

বিয়ের ৭ দিন পেরোতেই গর্ভবতী হয়ে পড়লেন ফারহান পত্নী শিবানী আখতার! নতুন ছবিতে স্পষ্ট বেবি বা’ম্প

শিরোনাম পড়ে কি চমকে উঠলেন? তবে এমন কিছু দেখা গিয়েছে নতুন একটি ছবিতে। এই ছবিটি সদ্য বিবাহিত ফারহান আখতার এবং তার স্ত্রী শিবানি দাণ্ডেকারের। কিন্তু বিয়ের সাত দিন ঘুরতে না ঘুরতেই এমন খবরে রীতিমত অবাক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। নেটিজেনরা তো ইতিমধ্যেই ফারহান ও শিবানীকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে ফারহান ও শিবানী এক ফটোশুটের ছবি পোস্ট করেন। সেখানে উজ্জ্বল রংয়ের পশ্চিমী পোশাকে রয়েছেন এই গায়িকা। পাশে ছিলেন ফারহানও। এই ছবি দেখেই নেটিজেনরা মনে করছেন তিনি অন্তঃস্বত্ত্বা। আর এমন বোঝা মাত্রই ইনস্টাগ্রামে শিবানী ও ফারহানকে শুভেচ্ছা জানাতে শুরু করেছে সকলে। তার পোশাকে পেট সামনের দিকে বেবি বাম্প স্পষ্ট হয়ে উঠেছে। তবে এই খবরে এখনো সীলমোহর দেননি নায়ক-গায়িকা কেউই।

১৯ ফেব্রুয়ারি ফারহান আখতার ও শিবানী বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়েতে উপস্থিত অতিথিদের সামনে সারাজীবন একসঙ্গে থাকার শপথবাক্য পাঠ করলেন ফারহান ও শিবানী যা বেশ অবাক করেছে সকলকেই। কারণ এই বিয়ে আর ৫টা সাধারন বিয়ের মতো অনুষ্ঠিত হয়নি। পোশাক থেকে সাজগোজ সবেতেই চমক রাখেন এই দম্পতি।

Related Articles

Back to top button