Bollywood

আমিশা ‘বাজে অভিনেত্রী’, কেনো এমন বললেন করিনা?

ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রী করিনা কপূর এবং আমিশা প্যাটেল। কিন্তু একসময় তাদের মধ্যে তিক্ততা ছিল। কেনো?

গ্ল্যামার ওয়ার্ল্ডের এই দুই অভিনেত্রীকে কে না চেনে? ৯০ এর দশকের এই দুই অভিনেত্রী সমানভাবে মুক্ত করেছেন দর্শকদের তাঁদের অভিনয়ের মাধ্যমে। আমিশা প্যাটেলের প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’। হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বেঁধে তার অনস্ক্রীন রোম্যান্স নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু শোনা যায় রণধীর কাপুর এবং ববিতা কাপুরের ছোট কন্যা করিনা কপূরকেই প্রথম কাজের অফার দেওয়া হয় এই সিনেমায় আমিশার চরিত্রে অভিনয়ের জন্যে। এই ছবিটিতে কাজ করতে পারাই ছিল কঠিন আর জীবনের প্রথম অভিনয় প্রবেশ। তবে শুনে যায় কাজের অফার আসার পরে তাঁর সঙ্গে নির্মাতাদের কিছু সমস্যা দেখা দেয়। হাতছাড়া হয়ে যায় এই কাজটি। তারপরেই পর্দায় দেখা দেন আমিশা।

অন্যদিকে নিজের জায়গা ছেড়ে অভিষেক বচ্চনের সঙ্গে কেরিয়ার শুরু করেন করিনা। তাঁর প্রথম সিনেমা রিফিউজি। কিন্তু কহো না প্যায়ার হ্যায়- এর মত একই রকম হিট হতে পারেনি এই সিনেমাটি। এরপরই তাঁর সঙ্গে শুরু হয় আমিশার প্রতিযোগিতা। একসময় করিনা আমিশাকে খারাপ অভিনেত্রী বলেন। আমিশা নিরুত্তর ছিলেন। কিছু বছর পর পর দেখা গেল না আমিশা প্যাটেলকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button