Nirupa Roy: ভারতীয় সিনেমার বিখ্যাত মা অথচ এই আইকনিক বাঙালি অভিনেত্রীর নিজের ছেলেরাই তাকে শেষ বয়সে মেরে ফেলতে চেয়েছিল সম্পত্তির জন্য! নিরুপা রায়ের শেষ জীবনের করুণ কাহিনী জানলে চোখে জল আসবে আপনার

বলিউডের একজন কিংবদন্তি অভিনেত্রী হলেন নিরূপা রায়। যাকে সত্তরের দশকে অমিতাভ বচ্চন ও শশী কপূরের মা হিসেবে আইকনিক চরিত্রে দেখা গিয়েছিল।১৯৭৫ সালে মুক্তি পায় তার কেরিয়ারের সবচেয়ে বড় ছবি ‘দিওয়ার’। এই ছবিতেই তাকে ঘিরে তৈরি হয় অমিতাভ বচ্চন-শশী কপূরের সেই দৃশ্য, যা বলিউডে সর্বকালীন সেরার মধ্যে অন্যতম। যতদিন হিন্দি ছবি থাকবে, ততদিন শশী কপূরের ‘মেরে পাস মা হ্যায়’ সংলাপ থাকবে ।

Nirupa Roy 'miserable mother' even in real life, daughter-in-law arrested under serious charges | NewsTrack English 1
নিরুপা রায়ের জন্ম ১৯৩১ সালের ৪ জুলাই গুজরাতের ভালসাদে। তার আসল নাম কোকিলা কিশোরচন্দ্র বালসারা। মাত্র ১৫ বছর বয়সে কমল রায়ের সাথে বিয়ে করে কোকিলা নতুন সংসার শুরু করেন বম্বেতে। বিয়ের পরে স্বামীর উৎসাহেই ১৯৪৬ সালে গুজরাতি সংবাদপত্রে ‘অভিনেতা ও অভিনেত্রী চাই’ বিজ্ঞাপন দেখে কোকিলা ও তার স্বামী আবেদন করেন। আর তারপর থেকেই তার অভিনয় জীবন শুরু।

Onec Nirupa Roy Played Devanand Mother Character, Since Then The Mother Roles Were Started Being Offered | पुण्यतिथि विशेष: निरूपा रॉय ने उम्र में खुद से बड़े देवानंद की मां का निभाया
গুজরাতি ছবি ‘রঙ্কাদেবী’ র মাধ্যমে তার অভিনয় জীবনে পা রাখা।তারপর সে বছরই মুক্তি পায় তার অভিনীত প্রথম হিন্দি ছবি ‘অমর রাজ’। তারপরই তার নতুন নাম দেওয়া হল ‘নিরূপা’। তারপর এই নামেই বলিউডে বিখ্যাত হন তিনি।তার অভিনীত উল্লেখযোগ্য বেশ কিছু ছবি হল ‘দো বিঘা জমিন’, ‘মুসাফির’, ‘দুলহন’, ‘আঁচল’, ‘বেনজির’, ‘মুঝে জিনে দো’, ‘ঘর ঘর কি কহানি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘সুহাগ’, ‘বেতাব’ এবং ‘ইন্তেকাম’। তিনি শেষ অভিনয় করেছিলেন ‘লাল বাদশা’ ছবিতে। ২০০৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নিরুপা রায়ের।

पुण्यतिथि: दर्शन करने और पैर छूने निरूपा रॉय के घर आते थे लोग, अमिताभ के साथ की कई फिल्में - death-anniversary-of-nirupa-roy-amitabh-bachchan-onscreen-mother
তারপর ২০১৫ সালে তার স্বামী কমল রায়ের মৃত্যু ঘটে। আর তারপর থেকেই অভিনেত্রী ১০০ কোটির সম্পত্তি নিয়ে তার তুই ছেলের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।তার দুই ছেলে যোগেশ ও কিরণের মধ্যে দ্বন্দ্ব আদালত পর্যন্ত পৌঁছায়।নেপিন সি রোডে নিরূপা রায়ের তিন হাজার বর্গ ফুটের বাড়ির তার শোওয়ার ঘর নিয়ে সমস্যার সূত্রপাত হয়। নিরুপায় এর ছবি “দিওয়ারে” অমিতাভ বচ্চন এবং শশী কাপুর লড়াই করেছিল তাদের মায়ের জন্য আর এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল অভিনেত্রীর নিজের ছেলেদের মধ্যে। তারা দুজন মায়ের শোয়ার ঘর নিয়ে বিবাদ শুরু করেছিল।

Amitabh Bachchan On Screen Mother Nirupa Roy, Who Made A Mark With Her Characters | Amitabh Bachchan की ऑन स्क्रीन मां निरूपा रॉय, जिन्होंने अपने किरदारों से बनाई अलग पहचान

Back to top button