Bollywood

শাহরুখের জন্য প্রথম বাচ্চা নষ্ট হয়ে যায় কাজলের,এরপর সবার সামনে কাজলের গালে চড় মেরে দেন অজয় দেবগন! 

অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন এবং সেখানকার টুকটাক গসিপ নিয়ে হামেশাই কৌতূহলে থাকে অনুরাগীরা।

তাই যেকোনো গসিপ প্রকাশে আসলেই তা ভাইরাল হতে বেশি সময় লাগে না। সম্প্রতি জানা গিয়েছে কাজল এবং অভিনেতা অজয় দেবগনের সম্পর্কে একটি বিশেষ তথ্য। একবার নাকি প্রকাশ্যে নায়িকাকে চড় মেরেছিলেন তাঁর স্বামী। কেনো?

স্ত্রী শাহরুখের সঙ্গে অভিনয় করবেন সেটা নাকি পছন্দ নয় অজয় দেবগনের। তাই তিনি স্ত্রীকে কড়া নির্দেশ দিয়েছিলেন, এমনটাই শোনা যায় বলিপাড়ায়। কিন্তু কোথায় যেন সেই জল্পনাকে উস্কে দিয়েছিল কভি খুশি কভি গম ছবি। নায়িকা সেসময় অন্তঃস’ত্ত্বা।

অথচ সিনেমার প্রয়োজনে একের পর এক নাচের দৃশ্য শ্যুট করতে হচ্ছে। বারবার অজয় দেবগন সাবধান করেছিলেন কাজলকে। কিন্তু কাজল ভরসা জুগিয়েছিলেন তাঁকে। তবে ভাগ্যের ফেরে বিপত্তি ঘটে যায়। সেটেই নাকি মিসক্যারেজ হয়ে গেছিল কাজলের। খবর জানতে পেরেই সেখানে ছুটে আসেন অজয় দেবগন।

শরীরে অবস্থা দেখে নিজেকে সামলাতে পারেননি অজয়। শেষমেষ চড় বসান কাজলের গালে। তবে এই পরিস্থিতিতে এমন ভাবে উত্তেজিত হয়ে গিয়ে প্রতিক্রিয়া দেওয়াটা মেনে নিতে পারেননি আজও। তবে সম্পর্কে সেটা প্রভাব না ফেললেও বলিউডের অন্দরমহলে গভীর প্রভাব ফেলেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button