Entertainment

ভজনের সুরে শ্রীভল্লি! নেটদুনিয়ায় হাসির রোল

দক্ষিণী সিনেমা পুষ্পা এখন সোশ্যাল মিডিয়ায় যতটা হিট তার থেকেও বেশি হিট এর গানগুলি। শ্রীভল্লি গানে সুপারষ্টার আল্লু অর্জুনের নাচ পাগল করে দিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। এমন কেউ নেই যে এই ট্রেন্ডে গা ভাসায়নি। রিল তৈরি করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেই মুহুর্তের মধ্যে ভাইরাল হচ্ছে সেই ভিডিও। তবে এবার আর কোন নাচ নয়। ভাইরাল হয়েছে এই গানের সুরে ভজন।

দেখা যাচ্ছে একটি মঞ্চের উপর দুজন ব্যক্তি ভজনের সুরে এই গানটি গাইছেন। ৩০ সেকেন্ডের সেই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় একেবারে হাসির রোল উঠেছে। রীতিমতো মাইকে গান গাইছেন এক ব্যক্তি। সেই ভজনের সুর হুবহু মিলে যাচ্ছে শ্রীভল্লি গানের সঙ্গে। রীতিমতো হারমোনিয়াম বাজিয়ে এই গানের সুরে ভজন গাইছেন তিনি। পাশে বসা লোকটিও রীতিমতো উপভোগ করছেন সেই ভজন। যিনি গাইছেন তিনিও বেশ উপভোগ করেই গাইছেন সেই ভজন। বিভিন্ন রকম হাস্যকর কমেন্ট এসেছে সেই ভিডিওতে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের মজার কমেন্ট লিখেছেন। একজন লিখেছেন এমনটা শুধু ভারতেই সম্ভব। একজন আবার লিখেছেন অতুলনীয় ভারত। আরেকজন লিখেছেন সৃজনশীলতা চালিয়ে যাওয়া উচিত। আরেকজন যারা গাইছেন সেই দুই ব্যক্তির প্রতিভার কথা উল্লেখ করে লিখেছেন প্রতিভাবান লোকজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button