Zee vs Jalsha: জি বাংলার ধারাবাহিকগুলির ঝড়ে কুপোকাত জলসা! একের পর এক তুখোড় ধারাবাহিককে স্লট ছিনিয়ে নেওয়া থেকে আটকে দিচ্ছে জি! প্রচন্ড চিন্তায় জলসা ভক্তরা

বাংলা টেলিভিশনের দুই প্রথম সারির চ্যানেলের মধ্যে সব সময় টিআরপি তালিকায় প্রতিযোগিতা লেগে থাকে। সে ধারাবাহিক হোক অথবা রিয়েলিটি শোতে। সেই সঙ্গে ধারাবাহিকের মধ্যে একে অপরের স্লট পাওয়া নিয়েও প্রতিযোগিতা দেখা যায়। আর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সেই প্রতিযোগিতার ফল বেরোয়।

তবে এই দুই চ্যানেলের মধ্যে প্রত্যেক সময় প্রতিটি ধারাবাহিকের মধ্যে স্লট লিডার হওয়া নিয়ে প্রতিযোগিতা চলে। তবে সেখানে এবার থেকে জি বাংলা প্রোডাকশন স্টার জলসার বহু জনপ্রিয় ধারাবাহিককে শুধু স্লট নিতে দেয় নি তা নয় এমনকি বন্ধ করে দিতে বাধ্য করেছে। তাই নিয়েই এবার ভক্তরা নিজেদের মধ্যে নানা রকম মন্তব্য প্রকাশ করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,
“বলতে গেলে জী বাংলা প্রোডাকশনের দম আছে
জী বাংলা প্রোডাকশনের সিরিয়ালের জন্য অনেক সিরিয়াল শেস হতে হয়
যেমন
রানী রাসমণি ৫টার ও বেশি সিরিয়াল তাড়িয়েছে কোন সিরিয়াল গুলা তাড়িয়েছে নাম মনে নেই

মিঠাই ৩টা সিরিয়াল তাড়িয়েছে
(মোহর, বরণ, নবাব নন্দিনী)
পিলু খুখুমনি হোম ডেলিভারীর মত এত হাই trp দেওয়া সিরিয়াল কে তাড়িয়েছে
খেলনা বাড়ি এখন ও ১বছর ও পূর্ণ হয় নাই অলরেডি ২টা সিরিয়াল তাড়িয়েছে
(বৌমা একঘর, সাহেবের চিঠি, এবার আলতাফড়িং এর পালা)
নিম ফুলের মধু ( মনে প্রাণে চাই বাংলা মিডিয়াম কে যেনো দুর করে তাহলে টেন্ট এর অহংকার ভাঙবে)”

তবে এবার শুধু দেখার নতুন বছরের সাথে সাথে দুটি চ্যানেলে বহু নতুন ধারাবাহিক আসতে দেখা গেছে তবে সেগুলি কতটা টিআরপি তালিকায় সফলভাবে এগোতে পারে এবং কোন ধারাবাহিককে বন্ধ করে দেয়।

Back to top button