“আক্ষেপ নিয়েই মরতে হবে…” কেন সিরিয়ালে আর দেখা যায়না তাকে? মুখ খুললেন অভিনেত্রী খেয়ালী দস্তিদার!

অভিনয় জগতের পরিচিত মুখ অভিনেত্রী খেয়ালী দস্তিদার (Kheyali Dastidar)। একাধিক ধারাবাহিক ও সিনেমায় কাজ করে নিজের দাপট দেখিয়েছেন অভিনেত্রী। তবে নিজের শিকড়কে আজও ভুলতে পারেননি। মনের মধ্যে স্মৃতির পটভূমির মতো ফুটে রয়েছে খেয়ালী দস্তিদারের অভিনীত ধারাবাহিক ১৩ পার্বণ। শুধুমাত্র খেয়ালী নন, ধারাবাহিকটি বহু স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীর জন্ম দিয়েছে।‌

ধারাবাহিকের জগতে তৈরি হওয়া তৃতীয় বাংলা সিরিয়াল ছিল ১৩ পার্বণ। এই ধারাবাহিকটির পরিচালনা করেছিলেন জোছন দস্তিদার। বাংলা সিরিয়ালটিতে অভিনয়ের মাধ্যমেই দর্শকদের কাছে আসেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, খেয়ালী দস্তিদারের মত শিল্পীরা।জনপ্রিয়তার শিখরে থাকাই ধারাবাহিক এক সময় টেলিভিশনের পর্দায় ইতিহাস তৈরি করেছিল।

তবে এখনকার ধারাবাহিকগুলি নিয়ে যেভাবে মাতামাতি হয়, ধারাবাহিকের কলাকুশলীদের যে সম্মান দেওয়া হয় সেই সময় সেরকমটা ছিল না।বরং ‘এমা সিরিয়াল’ বলে তাচ্ছিল্য করা হতো শিল্পীদের। তবে এই বিষয়টিতে সে সময় আমল দেননি অভিনেত্রী খেয়ালী। তবে এখন যেভাবে প্রমোশন, হোর্ডিং, ব্যানার ইত্যাদির মাধ্যমে শিল্পী দের প্রমোট করা হচ্ছে তাতে তাদের মাথা ঘুরে যাওয়ার স্বাভাবিক!

অভিনেত্রী বলেন, অনেক কমবয়সী আর্টিস্ট এখন অভিনয় জগতে আসছেন। তাদের অল্প কয়েক দিনে চূড়ান্ত সফলতা পেয়ে রীতিমতো মাথা ঘুরে যাচ্ছে। এটা অনেক বেশি ক্ষতিকারক। তাছাড়া আগের সঙ্গে এখনকার ফারাক অনেক। এখন আর্টিস্ট ও টেকনিশিয়ানদের মধ্যে আন্তরিকতার সম্পর্ক অনেকটাই কমে গেছে। সবটাই যেন ওপর ওপর, সম্পর্ক। ‌

আরো পড়ুন: অভিমান ভুলে অবশেষে কাছাকাছি! নিজের ভুল বুঝতে পেরে রাইয়ের কাছে ক্ষমা চাইল অনির্বাণ! ক্ষমা করবে কি রাই?

তবে অভিনয় জীবনে অনেক কিছু পেলেও একটা আক্ষেপ চিরকাল রয়ে যাবে অভিনেত্রী খেয়ালী দস্তিদারের সঙ্গে। অভিনেত্রী বলেন তিনি কখনো হোর্ডিংয়ের মুখ হননি। যে ইচ্ছেটি বরাবরই ছিল তাঁর। তবে সেই আশা আজ আর দেখেন না।
হয়তো আক্ষেপ নিয়েই মরে যাবেন বলে মন্তব্য করেন অভিনেত্রী খেয়ালী। সূত্রের খবর তিনি আবার টেলিভিশনে ফিরছেন। ‘ইন্দ্রানী’ মেগা সিরিয়ালের চিত্রনাট্যকার হিসেবে কাম ব্যাক করছেন খেয়ালী

Back to top button