Bangla Serial

তুবড়িকে প্রপোজ করল অর্জুন, নিজের সিদ্ধান্ত জানাল তুবড়ি! দেখে ফেলল অর্জুনের মা, এবার কী হবে? ভাইরাল উড়ন তুবড়ির নতুন প্রোমো

বর্তমানে বিনোদন জগত বলতে বাঙালি সন্ধ্যা বেলা বসে সিরিয়াল দেখাকে বোঝে।করোনার কারণে সিনেমা থিয়েটার নাটক মার খেয়েছে কিন্তু রমরমিয়ে চলেছে সিরিয়াল কারণ সেই সময় তো সকলে বাড়িতেই ছিল। গত এক বছরে অনেক নতুন সিরিয়াল এর আগমন হয়েছে টেলিপাড়ায়।এবার সেগুলোর মধ্যে অনেক সিরিয়াল বন্ধও হয়ে গেছে কম টিআরপির কারণে আবার কিছু সিরিয়াল রমরমিয়ে চলছে।

চলতি বছরে অনেক নতুন সিরিয়াল এসেছে স্টার জলসা এবং জি বাংলায়। গোধূলি আলাপ অনুরাগের ছোঁয়া গৌরী এলো উড়ন তুবড়ি গাঁটছড়া সহ একাধিক সিরিয়াল দুই চ্যানেলে এসেছে।এদের মধ্যে উড়ন তুবড়ি আর গোধূলি আলাপ একই স্লটের আর প্রত্যেক সপ্তাহে কে স্লট লিড করবে সেই নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই।দুই সিরিয়ালের গল্প সম্পূর্ণ আলাদা তবুও দুটো সিরিয়ালকে ভালবাসেন তাদের জন্য নির্দিষ্ট দর্শকরা।

উড়ন্ত গেছে ইতিমধ্যেই আমরা দেখেছি তুমি কে বাঁচাতে তাকে নিয়ে হাসপাতালে ছুটে গেছে অর্জুন। বড়লোক বাড়ির ছেলে অর্জুন প্রথম দেখাতেই তুবড়িকে ভালোবেসে ফেলে। অন্যদিকে তুবড়ি হলো গরীব তেলেভাজা বিক্রেতা মায়ের মেজ সন্তান যে সব অন্যায়ের প্রতিবাদ শক্ত হাতে করে। তুবড়ির এই হাট্টাগাঁট্টা স্বভাব অর্জুনের খুব পছন্দ। কিন্তু সে নিজেও কম যায় না।

আর এর মধ্যেই চলে এল উড়ন তুবড়ির নিউ প্রোমো।সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি মন্দিরের সামনে অর্জুন নিজের মনের কথা জানাচ্ছে তুবড়িকে আর তুবড়িও সম্মতি দিচ্ছে অর্জুনকে কিন্তু সেখানে হঠাৎ অর্জুনের মা এসে গোটা ব্যাপারটা দেখে ফেলবে।যে মেয়ের সঙ্গে তার এত ঝামেলা হয়েছিল তাকে নিজের ছেলে প্রেম প্রস্তাব দিচ্ছে দেখতে পেয়ে তার মা স্তম্ভিত হয়ে যান‌।

পরে কি হতে চলেছে তা জানতে গেলে আপনাকে চোখ রাখতে হবে উড়ন তুবড়িকে।তুবড়ি কি অর্জুনকে বিয়ে করে অর্জুনের বাড়ি যাবে আর তার শাশুড়ি মা কে সবক শেখাবে সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button