TRP: প্রথম পাঁচ থেকে আউট অনুরাগের ছোঁয়া! শিমুল-পর্ণাকে টপকে গেল ফুলকি! জ্যাস সান্যাল টপার

বাংলা টেলিভিশনের জন্য টিআরপি যে এখন কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই টিআরপি তালিকা থেকে সিরিয়াল গুলোর ভাগ্য নির্ধারিত হয় এবং দর্শকরাও মোটামুটি আন্দাজ করতে পারে যে কোন সিরিয়ালের দৌড় কতদূর হতে চলেছে। বর্তমানে ধারাবাহিক গুলি বেশ কয়েক মাস চলার পরেই চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে সেগুলো বন্ধ করা হবে নাকি স্লোক পাল্টে দেওয়া হবে নাকি যেমন চলছে তেমনটাই চলবে। বিশেষ করে বেশি জনপ্রিয় নয় বা বেশি টিআরপি দখল করতে পারছে না এমন সিরিয়াল গুলোর ক্ষেত্রেই এই পরিণতি দেখা যাচ্ছে। তারপরে বিগত কয়েক মাসে মাত্র দুই তিন মাস ধরে চলেই শেষ হয়ে গেছে বেশ কয়েকটি সিরিয়াল।

ফলে শুধুমাত্র ভালো কনসেপ্ট নয়, তার সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের তুখোড় অভিনয় এবং আলোচনা করার মত গল্প থাকলে তবেই টিআরপি হিট হবে। কয়েক মাসে দেখা গেছে জি বাংলা এবং স্টার জলসা একের পর এক নতুন নতুন সিরিয়াল এনেছে এবং একের পর এক সিরিয়াল বন্ধ করে দিতে হয়েছে তার জন্য। তবে এই মুহূর্তে টিআরপি তালিকা দিকে চোখ রাখলে বিগত কয়েক সপ্তাহের টিআরপি অনুযায়ী বোঝা যাচ্ছে যে নতুন আসা সিরিয়াল গুলো পুরনোগুলোকে ভালোই টক্কর দিচ্ছে।

এদিকে প্রায় এক বছর টিআরপিতে সবার সেরা থাকার পর অবশেষে অনুরাগের ছোঁয়া তার জায়গা হারিয়েছে। অনুরাগের ছোঁয়া এতদিন সবার প্রথমে থাকতো কিন্তু এখন তৃতীয় চতুর্থ স্থানে চলে আসছে শেষ কয়েক সপ্তাহ ধরে। ফলে বোঝাই যাচ্ছে আর দর্শকদের ভালো লাগছে না সূর্য-দীপার বিচ্ছেদের গল্প। ওদিকে যে গল্পগুলো দর্শকদের ভালো লাগছে তার মধ্যে বিতর্কিত কনসেপ্ট বেশি রয়েছে যেমন ইচ্ছে পুতুল বা কার কাছে কই মনের কথা কিংবা নিম ফুলের মধু। সবগুলোতেই হয় বর নিয়ে টানাটানি আর নইলে শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা। তোমাদের রানী শুরুতেই বিয়ের আগে ফুলশয্যা দেখিয়ে বেশ আলোচনায় উঠে এসেছে এবং টিআরপি স্লট সব পাচ্ছে।

এবার আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই সপ্তাহে প্রথম পাঁচে কোন কোন সিরিয়াল স্থান পেয়েছে। প্রথম পাঁচ থেকে একেবারে উড়ে গেল অনুরাগের ছোঁয়া। প্রথম স্থানে জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থান পেল ফুলকি। তৃতীয় স্থানে নিম ফুলের মধু। চতুর্থ এবং পঞ্চম স্থানে কার কাছে কই মনের কথা আর তোমাদের রানী।

এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা ৫:

1st •• জগদ্ধাত্রী ৮.৫
2nd •• ফুলকি ৮.০
3rd •• নিম ফুলের মধু ৭.৯
4th •• কার কাছে কই ৭.১
5th •• তোমাদের রাণী ৭.০

Trending ••
গীতা LLB – ৬.৮
আলোর কোলে Opening – ৫.২
মিঠিঝোরা Opening – ৪.৫

Back to top button