TRP: আবার জয়জয়কার অনুরাগের ছোঁয়ার! নতুন শুরু হাওয়া কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ মাথা তুলতে পারলো কি? বাকিরা কে কোথায়?

প্রতি সপ্তাহের এই একটি দিন একেবারে চুলোচুলি লেগে যায় দর্শকদের মধ্যে। কে সেরা হবে তাই নিয়ে আলোচনা আর সমালোচনা থামতেই চায় না। এবারেও তার অন্যথা হলো না।

এই সপ্তাহের টিআরপি ফলাফল এলো সামনে। এই ফল দেখিয়ে দেয় কোন সিরিয়াল কোথায় দাঁড়িয়ে আছে আর কার কপাল পুড়লো। বেশ কিছু সিরিয়াল টেলিভিশন থেকে হারিয়ে যায় অথবা সময় পাল্টে ফেলে এই একটা মাত্র বিষয়ের উপর ভিত্তি করে। টিআরপি ভালো না থাকলে সেই সিরিয়ালের কী অবস্থা হয় সেটা গত কয়েক মাসে দর্শকরা দেখেছে। ফলে নতুন নতুন সিরিয়ালের আগমনের প্রাক্কালে বর্তমান সিরিয়ালগুলির কী অবস্থা সেটা জানা খুব দরকার।

এবারের ফলাফল বলছে সব থেকে সেরা হয়েছে জলসা। অনুরাগের ছোঁয়াকে টপকে যেতে পারছে না কেউ। যদিও গত কয়েক সপ্তাহ ধরে এইরকম ফলাফল টানা চলছে যেখানে দেখা গেছে অনুরাগের ছোঁয়া বেস্ট রয়েছে আর ঠিক তার পরই টক্কর দিচ্ছে জি বাংলার জগদ্ধাত্রী। তারপর আবার রয়েছে জি বাংলা সিরিয়াল খেলনা বাড়ি। গৌরী এলো এবং নিম ফুলের মধু যেগুলো জি বাংলার। শেষে আবার স্টার জলসার পঞ্চমী।

তবে নতুন শুরু হওয়া কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ পিছিয়ে নেই। ঢুকে গেছে তালিকায়। ট্রেন্ড- এ উঠে এসেছে। যদিও মিঠাই তাকে ধাক্কা দিয়েছে।

এক নজরে এই সপ্তাহের সেরার ঝলক

১ম •• অনুরাগে ছোঁয়া ৮.৫
২য় •• জগদ্ধাত্রী ৭.৯
৩য় •• খেলনা বাড়ি ৭.৩
৪র্থ •• গৌরী এলো / নিম ফুলের মধু ৭.১
৫ম •• পঞ্চমী ৬.৬

Trending ••
কমলা ও শ্রীমান -৪.৮
বালিঝড় – ৩.৪
মিঠাই – ৫.৯

Back to top button