TRP: ওলোট পালোট করা টিআরপি! জি বাংলা আর স্টার জলসার জোরদার টক্করে একস্থানে দুই চ্যানেলের সিরিয়াল! অনুরাগের ছোঁয়া আর জগদ্ধাত্রী কোথায়?

টিআরপি মানেই প্রতি সপ্তাহে দর্শকদের মনের চিন্তা চলতে থাকে যে এবার কে সেরা হবে আর কে পিছিয়ে যাবে। কারণ এই রেজাল্ট দেখে তবে ধারাবাহিক নির্মাতারা নির্ধারণ করে কোন সিরিয়াল রাখা হবে আর কাকে সরিয়ে দেওয়া হবে কিংবা সময় পাল্টে দেওয়া হবে।

আজ হলো এই সপ্তাহের সেই বিশেষ দিন যখন আমরা হাতে পেলাম টিআরপি রেজাল্ট। ফলাফল একেবারে চমকে দেওয়ার মতো এসেছে। পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ওলটপালট করা রেজাল্ট। জি বাংলা-স্টার জলসা একসঙ্গে লড়াই করছে এটা স্পষ্ট। তবে এতদিন উনিশ-বিশ ছিল, আজ সেটাও আর নেই।

হ্যাঁ, প্রথম স্থানে যুগ্ম প্রথম আবার দ্বিতীয় স্থান দখল করেছে দুটো সিরিয়াল। এরপরের স্থানে আগের সপ্তাহের চেয়ে অন্য ফল সামনে এলো। অনুরাগের ছোঁয়া আর জগদ্ধাত্রী যারা কয়েক সপ্তাহ ধরে একে অপরকে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছিল তারা এবার একসাথে প্রথম হয়েছে। এদিকে দ্বিতীয় স্থানে জি বাংলার জয়জয়কার। কারণ নিম ফুলের মধু এবং গৌরী এলো এবার একসঙ্গে দ্বিতীয় হয়েছে।

এদিকে তৃতীয় স্থানে যে সিরিয়াল এখন রয়েছে সেটা আগের সপ্তাহে ছিল পঞ্চম স্থানে। এবার নিম ফুলের মধু তৃতীয় থেকে সোজা দ্বিতীয়। গৌরী এলো এর আগের সপ্তাহে ছিল ঠিক তার পেছনে আর এই সপ্তাহে তার সঙ্গে এক স্থানে রয়েছে।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের বাংলার সেরা ৫:

১ম •• অনুরাগের ছোঁয়া / জগদ্ধাত্রী ৮.০

২য় •• নিম ফুলের মধু /গৌরী এলো ৭.২

৩য় •• খেলনা বাড়ি ৬.৭

৪র্থ •• রাঙা বউ ৬.২

৫ম •• পঞ্চমী ৬.১

Related Articles

Back to top button