Bangla Serial

TRP: ধারে-কাছে নেই জগদ্ধাত্রী, দার্জিলিংয়ে দীপা-সূর্যর কেলেঙ্কারি মনে ধরেছে দর্শকের! আবার টিআরপিতে বাজিমাত করল জলসা

বৃহস্পতিবার মানেই বাংলা টেলিভিশনের ফলাফল নির্ণয়ের দিন সামনে চলে আসে। আজ আবার তার অন্যথা হলো না। যদিও এই সপ্তাহে বৃহস্পতিবার নয় বরং শুক্রবার টিআরপি সামনে এসেছে তার কারণ হলো হোলি উপলক্ষে জমজমাট আনন্দ হুররে মেতেছিল চ্যানেলগুলি।

টিআরপি সামনে এলেই বা টিআরপি আসবে এটা খবর পেলেই সিরিয়ালপ্রেমী দর্শকদের বুক ধুকপুকানি বেড়ে যায় স্বাভাবিকভাবেই। গতকাল থেকেই সেই উত্তেজনা চলছিল দর্শকদের মধ্যে। অবশেষে আজ অর্থাৎ শুক্রবার সেই উত্তেজনার অবসান ঘটলো।

স্বাভাবিকভাবেই টিআরপিতে আবার প্রথম স্থানে রয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। কোনরকম এই সিরিয়ালকে টকতে যেতে পারছে না জি বাংলার জগদ্ধাত্রী। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে এই দুই সিরিয়ালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তবু বারবার জগদ্ধাত্রীকে টপকে বেরিয়ে যাচ্ছে সূর্য দীপা।

সম্প্রতি দুই সিরিয়ালের গল্প একেবারে অন্যদিকে মোড় নিয়েছে। একদিকে দার্জিলিংয়ে দীপা-সূর্যর কেলেঙ্কারি ঘটেছে সোনা অপহরণ হওয়াকে কেন্দ্র করে। মিশকা এর জন্য দায়ী হলেও সূর্য প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করে তার নিজের স্ত্রী দীপাকে। এই নিয়ে একচোট স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। এবারের টিআরপি প্রমাণ দিচ্ছে সেই ঝামেলা টিআরপি এনে দিয়েছে এই সিরিয়ালের।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা ৫:
১ম •• অনুরাগে ছোঁয়া ৯.০
২য় •• জগদ্ধাত্রী ৮.৫
৩য় •• গৌরী এলো ৮.০
৪র্থ •• খেলনা বাড়ি ৭.৯
৫ম •• নিম ফুলের মধু ৭.৭

Related Articles

Back to top button